
ডেস্কনিউজঃ যুক্তরাষ্ট্রের একটি প্রভাবশালী ভ্যাকসিনবিরোধী গ্রুপকে নিষিদ্ধ করেছে ফেসবুক। সোশ্যাল মিডিয়াটির মূল কোম্পানি মেটা বৃহস্পতিবার জানিয়েছে, কোভিড-১৯ নিয়ে ভুল তথ্য প্রচারের অভিযোগে এমন শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে গ্রুপটির বিরুদ্ধে। এ খবর দিয়েছে এএফপি।
খবরে জানানো হয়, ‘দ্য চিল্ড্রেনস হেলথ ডিফেন্স’ বা সিএইচডি নামের ওই গ্রুপটি কোভিড ভ্যাকসিনের তীব্র বিরোধী ছিল। গ্রুপটি এখন পাল্টা মেটা’র বিরুদ্ধে অভিযোগ এনে বলছে, কোম্পানিটি তাদের বাক স্বাধীনতা হরণ করেছে। এক বিবৃতিতে তারা বলেন, সরকারের কঠোর সব নীতির বিরুদ্ধে চলমান সমালোচনাকে স্তব্ধ করে দিতে মার্কিন সরকারের প্রতিনিধি হিসেবে কাজ করছে ফেসবুক। সিএইচডি’র প্রতিষ্ঠাতা হচ্ছেন রবার্ট কেনেডি জুনিয়র। তিনি সাবেক মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডির ভাইয়ের ছেলে।
এদিকে মেটা’র মুখপাত্র অ্যারন সিম্পসন জানান, গত বুধবারই সিএইচডি’র ফেসবুক এবং ইনস্টাগ্রাম নিষিদ্ধ করা হয়। ভুল তথ্য প্রচার নিয়ে মেটা’র একাধিক নীতি ভঙ্গ করায় গ্রুপটিকে নিষিদ্ধ করা হয়। লাখ লাখ মানুষ তাদের সামাজিক মাধ্যম একাউন্টগুলো অনুসরণ করতো। তারা মেটা’র এমন আচরণে বিস্মিত বলেও জানিয়েছেন গ্রুপটির সদস্যরা।
তারা এখন আইনি লড়াইয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে।
বিপুল/১৯.০৮.২০২২/ বিকাল ৫.০৬