জাজিরার পদ্মাসেতু এলাকা থেকে গাঁজা বাগান উদ্ধার

Anima Rakhi | আপডেট: ০১ আগস্ট ২০২২ - ০৩:২৩:১৩ পিএম

খোরশেদ আলম বাবুল,শরীয়তপুর প্রতিনিধি : পদ্মাসেতু দক্ষিণ থানা এলাকার পূর্ব নাওডোবা থেকে গাঁজা বাগান উদ্ধার করেছে পুলিশ। রোববার সন্ধ্যা ৬টার দিকে এই উদ্ধার অভিযান পরিচালনা করেন পদ্মাসেতু দক্ষিণ থানা পুলিশ। পুলিশের উপস্থিতি টের পয়ে গাঁজা চাষী দম্পতি পালিয়ে যায়। এই বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শরীয়তপুর পদ্মাসেতু দক্ষিণ থানাধীন পূর্ব নাওডোবা ওকলউদ্দিন মুন্সী কান্দি গ্রামের হারুন মাদবরের ছেলে সুরুজ মাদবর বসত বাড়িতে গাঁজার চারা রোপন করে। ধীরে ধীরে গাঁজা গাছ দৃশ্যমান হতে শুরু করলে সেই বাড়িতে প্রতিবেশীদের যাতায়াত নিষিদ্ধ করে দেয় বাড়ির মালিক।

বিষয়টি প্রথমে জাতীয় গোয়েন্দা সংস্থাকে (এনএসআই) জানায় এলাকাবাসী। এনএসআই বিষয়টি তদন্ত করে সত্যতা পেলে পদ্মা দক্ষিণ থানাকে অবগত করে। রোববার সন্ধ্যায় পদ্মাসেতু দক্ষিণ থানা পুলিশ অভিযান পরিচালনা করে সুরুজ মাদবরের বাড়িতে রোপন করা ১০০টি গাঁজা গাছ উদ্ধার করে।

পদ্মাসেতু দক্ষিণ থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন, সংবাদ পেয়ে সুরুজ মাদবরের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। সেখান থেকে ১০০টি গাঁজা গাছ উদ্ধার করা হয়েছে। বাড়ির মালিক সুরুজ মাদবর ও তার স্ত্রীকে আসামী করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ এর ১ (খ) ধারায় মামলা হয়েছে। আসামী পলাতক রয়েছে।

কিউটিভি/অনিমা/০১.০৮.২০২২/বিকাল ৩.২৩

▎সর্বশেষ

ad