কারওয়ান বাজারে বাসের ধাক্কায় যুবকের মৃত্যু

Anima Rakhi | আপডেট: ১৬ জুলাই ২০২২ - ১০:৪৫:০৯ এএম

ডেস্ক নিউজ : নিহত ইব্রাহীম বরিশাল উজিরপুর উপজেলার বিশ্বাসবাড়ি গ্রামের সান্টু বিশ্বাসের ছেলে। শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহাবুদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভোরে ওই যুবক রিকশা করে ফার্মগেটের দিকে যাচ্ছিলেন। সোনারগাঁও হোটেলের সামনে পৌঁছালে একটি বাস পেছন থেকে রিকশাকে ধাক্কা দিলে ইব্রাহীম ছিটকে পড়েন। পরে বাসটি তাকে চাপা দিয়ে চলে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।
 
দুর্ঘটনার পরই বাসটি পালিয়ে গেছে। এর চালককে আটক করা সম্ভব হয়নি। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

কিউটিভি/অনিমা/১৬.০৭.২০২২/সকাল ১০.৪৪

▎সর্বশেষ

ad