
ডেস্ক নিউজ : রাজবাড়ীর বালিয়াকান্দিতে কুরবানির মাংস খাওয়ার সময় গলায় হাড় আটকে সাইদাল হাসান আলিফ (১৪) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
গতকাল রোববার রাতে উপজেলার ইসলামপুর ইউনিয়নের আড়াবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
আলিফ রাজবাড়ী সদর সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র। বিনোদপুর কলেজপাড়া এলাকায় তার বাড়ি।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, আলিফ ঈদুল আজহার দিন বালিয়াকান্দির ইসলামপুর ইউনিয়নে মামার বাড়িতে বেড়াতে আসে। রাত সাড়ে ৯টায় কুরবানির মাংস খাওয়ার সময় তার গলায় হাড় আটকে যায়।
এ সময় সে অসুস্থ হয়ে পড়লে তাকে রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এ বিষয়ে ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহম্মদ আলী মাস্টার বলেন, মাংস খেতে গিয়ে আলিফ নামে এক শিক্ষার্থী মারা গেছে। তবে তার টনসিলের সমস্যা ছিল বলে শোনা যাচ্ছে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
কিউটিভি/অনিমা/১১ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/রাত ৮:৪৪






