সারা দেশের ঔষধ সাপ্লাই বন্ধের হুশিয়ারী 

Ayesha Siddika | আপডেট: ২৯ জুন ২০২২ - ০৬:৫২:১৪ পিএম
মশিউর রহমান, সাভার,আশুলিয়া প্রতিনিধি : রাজশাহী মেডিকেল কলেজে হাসপাতালের পরিচালক কর্তৃক ঔষধ কোম্পানির প্রতিনিধিদেরকে লাঞ্ছিত ও হেনস্তার প্রতিবাদে ঐ মেডিকেলের পরিচালকের বিচারের দাবিতে সারাদেশে একযোগে কর্মবিরতি ও প্রতিবাদ সমাবেশ করেছে (বাংলাদেশ ফার্মাসিক্যালস রিপ্রেজেনটেটিভস এ্যাসোসিয়েশন (ফারিয়া) আশুলিয়া থানা শাখা। বুধবার দুপুরে আশুলিয়া প্রেস ক্লাবের সামনে তারা এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন।

এসময় তারা অভিযোগ করে বলেন, গত ২৬শে জুন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক কর্তৃক ঔষধ কোম্পানির প্রতিনিধিদের হেনস্তা ও অপমান করে কোমরে রশি বেধে যে অমানবিক নির্যাতন চালানো হয়েছে। এটি ঘৃণিত একটি কাজ। এই কাজের সাথে যারা জড়িত রয়েছে তাদেরকেসহ উক্ত পরিচালকের বিচারের দাবিতে আমরা এই প্রতিবাদ সমাবেশ করেছি। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ভয়েস দানীকে অচিরেই গ্রেফতার করে এর বিচার দাবী করছি। আর যদি গ্রেফতার না করা হয়, তাহলে আমরা অনির্দিষ্টকালের জন্য আমাদের ঔষধ সাপ্লাই সারাদেশ ব্যাপি কেন্দ্রীয়ভাবে বন্ধ ঘোষণা করে দিবো।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কেন্দ্রীয় ফারিয়ার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সোহাগ পারভেজ, আশুলিয়া ফারিয়া সভাপতি মোর্শেদ আলী, সাধারণ সম্পাদক মিলন মুন্সী ও সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামানসহ সংগঠনের অন্যান্য  নেতৃবৃন্দ।

 

 

কিউটিভি/আয়শা/২৯.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৫:৫১

▎সর্বশেষ

ad