পল্লবীতে ৫০ কেজি গাঁজা ও মাইক্রোবাসসহ গ্রেফতার ৭

Ayesha Siddika | আপডেট: ১২ জুন ২০২২ - ০৪:৪৭:৫৭ পিএম

ডেস্ক নিউজ : রাজধানীর মিরপুরের পল্লবীতে ৫০ কেজি গাঁজা ও একটি কালো রঙের মাইক্রোবাসসহ মাদক চক্রের সাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার মিরপুর ১২ নম্বর উত্তর কালশী (শতক ফুয়েলের সামনে) থেকে মাদক চক্রের সাত সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামিরা হলেন— জাকির হোসেন, আল অমিন, ফারুক মিয়া, শাহিন মিয়া, নজরুল ইসলাম রোকন, শাহ আলম ও আব্দুল মান্নান মিয়া। 

রোববার সকালে পল্লবী থানার ওসি পারভেজ ইসলাম এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। ওসি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মিরপুর ১২ নম্বর উত্তর কালশী শতক ফুয়েল স্টেশনের সামনে থেকে একটি কালো রঙের মাইক্রোবাস থামায়। এ সময় যাত্রীদের নামতে বললে তারা সবাই দৌড়ে পালানোর চেষ্টা করে। পুলিশ ধাওয়া দিয়ে ঘটনাস্থল থেকে সাতজনকে আটক করেন।  

ওসি আরও বলেন, জিজ্ঞাসাবাদে আসামিরা জানায়, তারা দীর্ঘদিন ধরে কুমিল্লাসহ দেশের বিভিন্ন জায়গা থেকে পাইকারিভাবে মাদকদ্রব্যের চালান নিয়ে ঢাকার বিভিন্ন জায়গায় তা বিক্রি করেন। আসামিদের সাত দিনের রিমান্ড আবেদনসহ আদালতে প্রেরণ করা হয়েছে।

 

 

কিউটিভি/আয়শা/১২.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:৪৫

▎সর্বশেষ

ad