ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম খারুয়ার পাড়ে ভাঙ্গনের শব্দ থেমে যাক — বদরুদ্দীন উমর : শিরদাঁড়া বাঁকা করে বাঁকা হয়নি যার কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক ভারতীয় নাগরিক, এনআইডি বাতিলে হাইকোর্টের রুল আল-আরাফাহ ইসলামী ব্যাংকে সন্ত্রাসী হামলা : এইচআর হেডসহ আহত ১৫

ভারত থেকে আসা গমে পঁচা গন্ধ

Anima Rakhi | আপডেট: ০৮ জুন ২০২২ - ১১:২৬:৪৭ এএম
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে আসা গমে পঁচা দুর্গন্ধ ছড়াচ্ছে। প্রায় তিন সপ্তাহ ধরে বন্দরে দু’শ টনের বেশি গম পড়ে আছে। বাছাই করা গম নতুন করে বস্তায় ঢুকিয়ে বন্দর থেকে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছেন সংশ্লিষ্টরা।ভারত থেকে পঁচা গম এসেছেন কি-না- এমন কথা নাকচ করে দিয়েছেন আমদানি সংশ্লিষ্টরা। তাঁরা বলছেন, বাংলাদেশের আসার পর ভিজে এসব গম পঁচে গেছে। তবে বন্দর সংশ্লিষ্টরা বলছেন, শেষ দিকে আসা গম ভারত থেকেই পঁচা অবস্থায় আসে।

এখন এসব গম থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে।আরেকটি সূত্র জানায়, ভারতের ত্রিপুরার রাজ্যের আগরতলার সঙ্গে আসামের রেল যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যাওয়ার কারণেই গমের এ দুর্গতি। মূলত নির্ধারিত সময়ে গম আসতে না পারা ও সেখানে বৃষ্টিতে ভেজাসহ নানা কারণে গম পঁচে যায়। গমের আমদানিকারক এস আলম গ্রুপের প্রতিনিধি মো. জিহাদ মঙ্গলবার বিকেলে মোবাইল ফোনে কুইক নিকই  কে বলেন, ‘আখাউড়া স্থলবন্দরে আমদানি করা দু’শ মেট্রিক টনের উপর গম রয়েছে, যা মে মাসের মাঝামাঝি সময়ে আনা হয়। গম আনার পর ঠিকমতো রক্ষণাবেক্ষণের করতে না পারায় বৃষ্টিতে ভিজে গম পঁচে যায়। সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে গম শিগগিরই নিয়ে যাওয়া হবে।

আট-১০টি ট্রাকে করে এসব গম নিয়ে যাওয়া সম্ভব।’প্রায় একই দাবি করেন, গম আনার সিএন্ডএফ এজেন্ট আদনান ট্রেড ইন্টারন্যাশনাল এর স্বত্বাধিকারি মো. আক্তার হোসেন। মঙ্গলবার বিকেলে কথা হলে তিনি বলেন, ‘বৃষ্টিতে ভিজে কিছু গমে পঁচন ধরেছে। শিগগিরই গমগুলো নিয়ে যাওয়া হবে।’স্থলবন্দরের পরিদর্শক (ট্রাফিক) মো. জাকির হোসেন বলেন, ‘আখাউড়া বন্দরে আসার পর এসব গম বৃষ্টিতে ভিজেনি। আনার আগে হয়তো এমনটি হয়ে থাকতে পারে। তবে আমি যতটুকু জানি শেষের দিকে আসা গম পঁচা ছিলো।’

কিউটিভি/অনিমা/০৮.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১১:২৬

▎সর্বশেষ

ad