
স্পোর্টস ডেসক্ : ধারে বার্সেলোনার কাছ থেকে নেওয়া ফিলিপে কৌতিনিয়োকে ২ কোটি ইউরোতে একবারে নিজেদের করে নিলো অ্যাস্টন ভিলা। চার বছরের চুক্তি করেছেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার। বার্সেলোনা বলেছে, ভবিষ্যতে কৌতিনিয়োর বিক্রির জন্য তারা ৫০ শতাংশ সেল অন ক্লজ নির্ধারণ করেছে। জানুয়ারিতে ধারে ভিলার সঙ্গে চুক্তি করেছিলেন কৌতিনিয়ো। সেখানে চার গোল করেছেন এবং তিনটি বানিয়ে দেন।
ভিলায় সাবেক লিভারপুল অধিনায়ক স্টিভেন জেরার্ডের সঙ্গে পুনর্মিলন হয়েছে কৌতিনিয়োর। ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত অ্যানফিল্ডে একসঙ্গে খেলেন তারা। এখন জেরার্ড কৌতিনিয়োর কোচ।
কিউটিভি/আয়শা/১৩ই মে, ২০২২/৩০ বৈশাখ, ১৪২৯/বিকাল ৩:৩৯