ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম খারুয়ার পাড়ে ভাঙ্গনের শব্দ থেমে যাক — বদরুদ্দীন উমর : শিরদাঁড়া বাঁকা করে বাঁকা হয়নি যার কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক ভারতীয় নাগরিক, এনআইডি বাতিলে হাইকোর্টের রুল আল-আরাফাহ ইসলামী ব্যাংকে সন্ত্রাসী হামলা : এইচআর হেডসহ আহত ১৫

মাঝপথেই কাউন্টি ক্রিকেট ছেড়ে দেশে ফিরলেন আফ্রিদি

Ayesha Siddika | আপডেট: ১৩ মে ২০২২ - ০৯:২৫:৩১ এএম

স্পোর্টস ডেস্ক : ক্যারিয়ারের প্রথমবারের মতো কাউন্টি ক্রিকেটে খেলতে গিয়েও তা শেষ করার আগেই দেশে ফিরেছেন শাহিন শাহ আফ্রিদি। ইংল্যান্ডের উইকেটে দারুণ পারফর্ম করে যাচ্ছিলেন তিনি। মিডলসেক্সের হয়ে তিন ম্যাচ খেলেই তুলেছেন ১৪ উইকেট! এর পরও এবারের কাউন্টি-যাত্রা তাকে থামাতেই হলো। এর একমাত্র কারণ, পাকিস্তানের সিরিজ আসছে সামনেই। দেশের হয়ে খেলতে মাঝপথেই কাউন্টি ছাড়লেন এ পাকিস্তানি পেসার। 

আগামী ৮, ১০ ও ১২ জুন ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনটি ওয়ানডে খেলবে পাকিস্তান।  সেই তিন ম্যাচে অংশ নিতেই ইংল্যান্ড ছেড়ে দেশে ফিরেছেন পাকিস্তানি এ পেস সেনসেশন।এপ্রিলে শুরু হওয়া কাউন্টিতে যোগ দিয়ে প্রথম ম্যাচে বিশ্বের শীর্ষ টেস্ট ব্যাটার মারনাস লাবুশেনকে আউট করেন শাহিন শাহ আফ্রিদি। এর পর তিন ম্যাচ শেষ হতে তার ঝুলিতে জমা পড়ে ১৪ উইকেট। তার অনবদ্য পারফরম্যান্সে ভর করে সাসেক্স, লেস্টারশায়ার ও গ্ল্যামরগানের বিপক্ষে জয় পায় মিডলসেক্স। এমন উইকেটশিকারি পেসারকে হারিয়ে বেশ হতাশ কাউন্টি দলটি।

হতাশ হলেও আফ্রিদির সিদ্ধান্তকে সম্মান জানিয়েছে তার কাউন্টি ক্লাব।এ বিষয়ে মিডলসেক্সের ক্রিকেটবিষয়ক প্রধান অ্যালান কোলম্যান বলেন, ‘শাহিন আমাদের হয়ে দারুণ ক্রিকেট খেলছিল। কিন্তু তার দেশের হয়ে খেলার সিদ্ধান্তকে আমরা সম্মান করেছি। সে পাকিস্তানের হয়ে তিন ফরম্যাটের ক্রিকেটই খেলে। এর ফাঁকেই সময় বের করে মিডলসেক্সের হয়ে খেলতে এসেছিল সে।’

তথ্যসূত্র: বিবিসি স্পোর্টস

 

 

কিউটিভি/আয়শা/১৩ই মে, ২০২২/৩০ বৈশাখ, ১৪২৯/বিকাল ৩:২৩

▎সর্বশেষ

ad