ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

ঈদ দেশে দেশে

admin | আপডেট: ০২ মে ২০২২ - ০৬:১৯:০১ পিএম

ডেস্কনিউজঃ সৌদি আরবসহ বিশ্বের বেশ কয়েকটি দেশে সোমবার পবিত্র র্ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের দুই বছর পর মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববীতে স্বাভাবিকভাবে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। এ বছর পবিত্র দুই মসজিদে মুসুল্লিদের ব্যাপক সমাগম চোখে পড়েছে।

সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ, ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ও মক্কার গভর্নর মসজিদুল হারামে ঈদের নামাজ আদায় করেছেন।

দেশটির ঐতিহাসিক কিবলাতাইন মসজিদ ও মসজিদে কুবায়ও যথারীতি ঈদের নামাজ অনুষ্ঠিত হয়।

মধ্যপ্রাচ্য ও অন্যান্য দেশ

সংযুক্ত আরব আমিরাত ও মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও সোমবার ঈদুল ফিতরের জামাতে আগের সেই প্রাণচাঞ্চল্য দেখা যায়। একইসাথে ব্রিটেন, ফ্রান্স, যুক্তরাষ্ট্র ও কানাডার মুসলিমরা আজ অত্যন্ত আনন্দের সাথে ঈদ উদযাপন করেছে।

ইন্দোনেশিয়া

মধ্যপ্রাচ্যের মতো ইন্দোনেশিয়াতেও সোমবার ঈদ উদযাপন করেছেন সেখানকার মুসলিমরা। দেশটির সর্ববৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে রাজধানীর জাকার্তায়। এই দেশটিতেও গত দুই বছর করোনার কারণে ঈদের জামাতে নিষেধাজ্ঞা ছিল।

ফিলিস্তিন

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও মহাসমারোহের সাথে ঈদ উদযাপন করেছেন ফিলিস্তিনিরা। হাজার হাজার মুসলিম ইসলামের প্রথম কিবলা মসজিদুল আকসায় ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন। দেশটির প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস দেশের জনগণ, আরব ও মুসলিম বিশ্বকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন।

তুরস্ক

সোমবার ঈদ উদযাপিত হয়েছে তুরস্কেও। তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান তার দেশের জনগণ ও ইসলামী বিশ্বকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন।

এরদোগান তার শুভেচ্ছাবার্তায় বলেছেন, ‘দুই ঈদ আমাদের ঐক্য, সংহতি ও ভ্রাতৃত্ব নবায়নের দিন। ঈদের দিন এতিম, অসহায়, প্রয়োজনগ্রস্ত ও মজলুমদের সাহায্য করুন।’

তিনি আরো বলেন, ‘আমরা অন্য কাউকে আমাদের মধ্যে বিভক্তি করার ও বিরুদ্ধ মনোভাপন্ন বানানোর অনুমতি দেব না।’

ফ্রান্স

ফ্রান্সেও আজ ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। দেশটির বেশ কয়েকটি ইসলামিক সেন্টার ও বড় বড় মসজিদে বেশ জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ-ভারত-পাকিস্তানে মঙ্গলবার ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে। যদিও পার্শবর্তী দেশ আফগানিস্তানে কাকতালীয়ভাবে রোববার ঈদ উদাযাপিত হয়।

সূত্র : ডেইলি জং

বিপুল/ ০২ মে ২০২২ খ্রিস্টাব্দ / বিকাল ৬.১২

▎সর্বশেষ

ad