ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম খারুয়ার পাড়ে ভাঙ্গনের শব্দ থেমে যাক — বদরুদ্দীন উমর : শিরদাঁড়া বাঁকা করে বাঁকা হয়নি যার কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক ভারতীয় নাগরিক, এনআইডি বাতিলে হাইকোর্টের রুল আল-আরাফাহ ইসলামী ব্যাংকে সন্ত্রাসী হামলা : এইচআর হেডসহ আহত ১৫

লিওয়াজা আক্তার এর তৃতীয় কাব্যগ্রন্থ “কবির কবিতায় কল্পনা কবি”এখন বই মেলায়

admin | আপডেট: ২১ ফেব্রুয়ারী ২০২২ - ১২:৩৭:২১ এএম

ডেস্কনিউজঃ এবারের বইমেলায় প্রকাশিত হলো লিওয়াজা আক্তার এর তৃতীয় কাব্যগ্রন্থ এবং পঞ্চম প্রকাশিত বই “কবির কবিতায় কল্পনা কবি” । বইটি বেরিয়েছে নওরোজ কিতাবিস্তান থেকে । বইটির ২৮৮,৮৯,৯০ স্টল নাম্বারে পাওয়া যাবে । বইটিতে মোট আশিটি কবিতা লিপিবদ্ধ হয়েছে ।

ভালোবাসার রোমান্টিক কবিতা, প্রেম বিরহের কবিতা, জৈবিক জীবন ও মনের চাওয়া পাওয়া মিশ্রিত কামনার কবিতা এবং ব্যক্তি জীবনের কিছু দুঃখ হতাশার কাব্য এখানে স্থান পেয়েছে ।

লেখকের প্রকাশিত অন্যান্য গ্রন্থসমূহ, গল্পগ্রন্থ “লাল স্বপ্ন নীল স্বপ্ন” বেরিয়েছে ২০১৫ তে । মেলায় বইটি পাওয়া যাচ্ছে নন্দিতা প্রকাশের ৫২৬ নম্বর স্টলে ।

২০১৭ তে কাব্যগ্রন্থ “ছুঁয়ে যাওয়া হৃদয়ের আকুতি” ইত্যাদি গ্রন্থপ্রকাশ থেকে, ২০১৮তে বের হয় উপন্যাস “কাজিয়া” নওরোজ সাহিত্য সম্ভার থেকে । আর তার দ্বিতীয় কাব্যগ্রন্থ “লিওরিকা একজন প্রাক্তন” বের হয়েছিল ২০২১ এ নওরোজ কিতাবিস্তান থেকেই।যেটা নওরোজ কিতাবিস্তান এর স্টলে এবারও থাকছে ।

তার সব বইগুলিই অনলাইনের সব চেয়ে বড়ো বইয়ের মার্কেট রকমারি.কমে পাওয়া যাচ্ছে ।

“কবির কবিতায় কল্পনা কবি” কাব্যগ্রন্থের ভূমিকা লিখেছেন দু’জন বরেণ্য কবি সাহিত্যিক রেজাউদ্দিন স্টালিন এবং খসরু পারভেজ, সাথে কাগজ২৪ এর সম্পাদক ও প্রকাশক মাহবুব এইচ শাহীন ।

এই বইয়ের অনেক কবিতায়ই ইউটিউবে চলছে । পাঠক মহলেও লিওয়াজা আক্তার এর কবিতাগুলো দারুণ সাড়া ফেলেছে ।

বইটির কভার প্রচ্ছদ করেছেন লেখক নিজেই । ১১২ পৃষ্ঠার বইটির মুদ্রণ মূল্য ২৬৮ টাকা কিন্তু মেলা উপলক্ষ্যে ২৫ পার্সেন্ট ছাড়ে বইটি পাওয়া যাচ্ছে মাত্র ২০০ টাকায় ।

“এই জনমে নয় পরজনমে নয় কবি জনমে” নামে সামনে আরো একটি বইয়ের কাজ তিনি করছেন বলে জানিয়েছেন । লিওয়াজা আক্তার আধুনিক চিন্তা চেতনাকে উপজীব্য করে সাহিত্য চর্চা করছেন। তাঁর সাহিত্য কর্মের জন্যে তিনি সকলের শুভেচ্ছা কামনা করেছেন।

২১শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ | ৮ই ফাল্গুন, ১৪২৮ বঙ্গাব্দ | রাত ১২:১৮

▎সর্বশেষ

ad