সিলেট প্রতিনিধি : সিলেটের দুই দশকের প্রাচীন সাহিত্য সংগঠন সিলেট মোবাইল পাঠাগারের ৭৭৪তম নিয়মিত সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে। ৬ফেব্রুয়ারি নগরীর আম্বরখানা ইলেকট্রিক সাপ্লাই রোডস্থ সংগঠনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সিলেট মোবাইল পাঠাগারের সাধারণ সম্পাদক, বিশিষ্ট ছড়াকার আব্দুস সাদেক লিপনের সভাপতিত্বে ও ইংরেজি ম্যাগাজিন ‘দি আর্থ অব অটোগ্রাফ’র সম্পাদক, আবদুল কাদির জীবনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট মোবাইল পাঠাগারের বর্তমান কার্যকরী পারিষদের সভাপতি অধ্যাপক দেওয়ান এ এইচ মাহমুদ রাজা চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কবি ও নাট্যকার ছয়ফুল আলম পারুল, কবি আতাউর রহমান বঙ্গী। পঠিত লেখার উপর আলোচনা রাখেন পাঠাগারের সহ-সাধারণ সম্পাদক কবি ইশরাক জাহান জেলী। সভায় অন্যান্যদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য ও লেখাপাঠে অংশগ্রহণ করেণ, কবি কামাল আহমদ, কবি জুবের আহমদ সার্জন, গীতিকার বাহা উদ্দিন বাহার, কবি সাজিদুর রহমান, কবি অনিন্দ্য মোস্তাক, গীতিকার আবদুর রহমান পারভেজ, লেখক নুর মোহাম্মদ, তাপাদার জান্নাতুল জাহুরা প্রমূখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কবি লাহিন নাহিয়ান প্রমুখ। অনুষ্ঠানের শেষ পর্বে বিশিষ্ট সাংবাদিক পীর হাবিবুর রহমান ও বিশিষ্ট রাজনীতিবিদ ইকবাল আহমদ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
কিউটিভি/আয়শা/৬ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৩২