ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম খারুয়ার পাড়ে ভাঙ্গনের শব্দ থেমে যাক — বদরুদ্দীন উমর : শিরদাঁড়া বাঁকা করে বাঁকা হয়নি যার কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক ভারতীয় নাগরিক, এনআইডি বাতিলে হাইকোর্টের রুল আল-আরাফাহ ইসলামী ব্যাংকে সন্ত্রাসী হামলা : এইচআর হেডসহ আহত ১৫

শাবির শিক্ষার্থীদের দাবি এখন একটাই

admin | আপডেট: ২৪ জানুয়ারী ২০২২ - ০১:৪৯:০৬ পিএম

ডেস্ক নিউজ :  শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১৭ জানুয়ারি থেকে উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলছে। সময়ের সঙ্গে এ আন্দোলন নানা বাঁক বদল করেছে। শিক্ষার্থীদের দাবি এখন একটাই উপাচার্যের পদত্যাগ। 

এ দাবিতে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান তুলছেন। সেসব স্লোগানও এখন গগনবিদারী আওয়াজ ও দেয়ালে চিকা মারার মধ্যেই সীমাবদ্ধ নেই। স্লোগান এখন দ্রোহের রংয়ে তুলির ছোঁয়ায় রাজপথে ফুটে উঠেছে বিশ্ববিদ্যালয়ের চেনা গোলচত্বরে।

সাধারণত একটি বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে শিক্ষার্থীদের মিলনমেলা বসে। হাসি-কান্না আর প্রতিদিনের জমানো কথার হুল্লোর ওঠে চেনা জায়গাটিতে। হঠাৎ করেই সে আড্ডার চত্বর হয়ে উঠল প্রতিবাদের রংয়ে উত্তাল। কারণ বিশ্ববিদ্যালয় ভালো নেই।

রবিবার (২৪ জানুয়ারি) গভীর রাতে আন্দোলনরত শিক্ষার্থীরা সেভ সাস্ট হ্যাশট্যাগ দিয়ে গোলচত্বরের আধেকটা জুড়ে ‘যেই ভিসি মিথ্যা বলে, সেই ভিসি চাই না’, ‘পতন পতন পতন চাই, স্বৈরাচারের পতন চাই’, ‘যেই ভিসি বোমা মারে, সেই ভিসি চাই না’, ‘স্বৈরাচার নিপাত যাক, শাবিপ্রবি মুক্তি পাক’ উপাচার্যের পদত্যাগের দাবিতে দেয়া স্লোগানগুলো সড়কে রং তুলির আঁচড়ে ফুটিয়ে তোলা হয়েছে।

শিক্ষার্থীদের টানা আন্দোলনে এখনও উত্তাল রয়েছে সিলেটের শাহজালাল বিশ্ববিদ্যালয়। অসুস্থ হয়ে পড়ার পরও শিক্ষার্থীরা আমরণ অনশন ছাড়েনি।

এমনকি অ্যাপেনডিসাইটিস অপারেশনের পরও অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক শিক্ষার্থী।

রবিবার রাত ১০টা ৫৫ মিনিটে সিলেটের একটি হাসপাতালে মাহিন শাহরিয়ার রাতুল নামের ওই ছাত্রের অপারেশন হয়। তার শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক।

উপাচার্যের পদত্যাগের দাবিতে অনশনরত আরেক শিক্ষার্থী শাহরিয়ার আলম বলেন, অস্ত্রোপচারের পরও মাহীন অনশন ভাঙেননি। অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

উপাচার্যের পদত্যাগের দাবিতে ১৯ জানুয়ারি বেলা ২টা ৫০ মিনিট থেকে বিশ্ববিদ্যালয়টির ২৪ শিক্ষার্থী আমরণ অনশন শুরু করেন। তাদের একজন সমাজবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাহীন শাহরিয়ার।

সোমবার সকাল পর্যন্ত ২০ শিক্ষার্থীর অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এখন ৮ জন অনশনকারী শিক্ষার্থী ভিসির বাস ভবনের সামনে অবস্থান করছেন।

কিউটিভি/অনিমা/২৪শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১:৪৮

▎সর্বশেষ

ad