আন্তর্জাতিক ডেস্ক : পরিবেশ রক্ষায় এক যুগান্তকরী পদক্ষেপ নিতে যাচ্ছে সৌদি আরব। জীবাশ্ম জ্বালানির পরিবর্তে এখন দেশটিতে গাড়ির জ্বালানি হিসেবে হাইড্রোজেন ব্যবহারের উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রাথমিকভাবে বেসরকারি খাতকে এ ব্যাপারে উৎসাহিত করা হচ্ছে। এ ব্যাপারে দেশটির রাজধানী রিয়াদে একটি হোটেলে বৃহস্পতিবার দেশটির জ্বালানি মন্ত্রণালয়ের সঙ্গে কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠানের একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। খবর আরব নিউজের।
এর আগে ব্রিটেনের অ্যাকল এনার্জি নামে একটি প্রতিষ্ঠান দাবি করে, তাদের উদ্ভাবিত প্রযুক্তির সাহায্যে হাইড্রোজেন সেলকে সহজেই গাড়ির জ্বালানি হিসেবে ব্যবহার করা যাবে। প্রতিষ্ঠানটির গবেষকরা জানান, রসায়নের মাধ্যমে তাদের তৈরি হাইড্রোজেন জ্বালানি সেলের কার্যক্ষমতা বর্তমান গাড়িতে ব্যবহৃত জ্বালানির চেয়েও বেশি সাশ্রয়ী এবং কার্যক্ষম।
কিউটিভি/আয়শা/২১শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১:৫৯