ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু কুড়িগ্রামে নবগঠিত জেলা বিএনপির আহবায়কের বিরুদ্ধে মশাল মিছিল

ছয় সিংহী নিয়ে তরুণীর কাণ্ডে তাজ্জব নেটদুনিয়া (ভিডিও)

admin | আপডেট: ১৪ জানুয়ারী ২০২২ - ১২:২৬:২৮ পিএম

ডেস্ক নিউজ : মানুষ সাধারণত বাঘ-সিংহের মতো হিংস্র প্রাণী থেকে দূরেই থাকার চেষ্টা করেন। তবে এই তরুণী বনের রাজা  সিংহকে ভয় তো পাননিই বরং একটি কিংবা দু’টি নয়, একসঙ্গে ছয়টি সিংহীর সঙ্গে ঘুরতে বের হয়েছেন। শুধু তাই নয়, রীতিমতো সিংহীর লেজ ধরে ঘুরেছেন তিনি। তার এই বিরল ভ্রমণের ভিডিও দেখে নেটিজেনরা তাজ্জব বনে গেছেন।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস নাউ বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। সাফারি গ্যালারি নামে একটি ইনস্টাগ্রাম পেজে ভিডিওটি শেয়ার করা হয়। ভিডিও দেখে প্রথমে মনে হতে পারে যে, ওই তরুণী নিজের জীবন ঝুঁকিতে ফেলেছেন। কিন্তু একটু পরই ভুল ভাঙে। ভিডিওতে ওই তরুণীকে এতো সহজভাবে সিংহীদের ঘুরতে দেখা যায় যে, মনে হয় তিনি তার পোষা প্রাণীর সঙ্গে জঙ্গলে হাঁটতে বের হয়েছেন। 

অল্প সময়ের ওই ভিডিওটি নিঃসন্দেহে দর্শকদের মনে দাগ কাটতে বাধ্য। ভিডিওটি দেখে সেটি কোনো জঙ্গলে ধারণ করা বলে মনে হচ্ছে। অবাক ব্যাপার হলো ওই সিংহীগুলোর কেউই ওই তরুণী কিংবা ভিডিওটি যিনি ধারণ করছিলেন, তাদের কাউকেই আক্রমণ করেনি। এমনকি ছয়টি সিংহীর সঙ্গে ঘুরতে বের হলেও ওই তরুণীর মুখে ভয়ে কোনো চিহ্নই ছিল না। শুধু তাই নয়, ভিডিওর শেষের দিকে তিনি একটি সিংহীর লেজও ধরেন! বলার অপেক্ষা রাখে না, ভিডিওটি শেয়ার করার সঙ্গে সঙ্গে তা ভাইরাল হয়। ভিডিওর কমেন্ট সেকশনে অনেকেই ওই তরুণীর সাহসের প্রশংসা করেছেন। কেউ কেউ আবার ওই তরুণীর জন্য উদ্বেগও প্রকাশ করেছেন।

 

 

কিউটিভি/আয়শা/১৪ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১২:২৫

▎সর্বশেষ

ad