ডেস্ক নিউজ : পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর।আজ বৃহস্পতিবার (৬ জানুয়ারি) তারা নিজেদের মধ্যে শুভেচ্ছা বিনিময় করেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী টুইটারে জানান, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে নববর্ষের শুভেচ্ছা বিনিময় হয়েছে।
২০২১ সাল ছিল আমাদের গভীর সংহতি ও বন্ধুত্বের একটি প্রদর্শনী। ২০২২ সালে আমাদের সেই ভিত্তিকে আরো এগিয়ে নিতে সম্মত হয়েছি। নিউজিল্যান্ডে ক্রিকেট ম্যাচে জয়ের জন্য তাকে অভিনন্দন জানিয়েছি।
কিউটিভি/আয়শা/৬ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৯:০০