কাপুর পরিবারের মেয়েরা অভিনয় করে না! জবাবে কী বলেছিলেন কারিশমা?

admin | আপডেট: ০৬ জানুয়ারী ২০২২ - ০৮:২১:৫৪ পিএম

বিনোদন ডেস্ক : ১৭ বছর বয়সে প্রথমবার ক্যামেরার মুখোমুখি হয়েছিলেন কারিশমা। তিনিই কাপুর পরিবারের মেয়ে হিসেবে প্রথম, যে ইন্ডাস্ট্রিতে অভিনয় করেছিলেন। পরিবারের নিয়ম ভেঙেছিলেন তিনি। একসময় কাপুর পরিবাররে পুরুষ সদস্যরাই শুধুমাত্র অভিনয় করতেন। অভিনেতা রণধীর কাপুর বিয়ে করেছিলেন অভিনেত্রী ববিতাকে। অন্যদিকে, ঋষি কাপুর বিয়ে করেছিলেন সহ অভিনেত্রী নীতু সিংকে। কিন্তু বিয়ের পর দুজনকেই আর রূপালি পর্দায় দেখা যায়নি। 

সেই সময় পরিবারের নিয়মের বাইরে এসে বলিউডে পা রেখেছিলেন অভিনেত্রী কারিশমা কাপুর। নিজের ডেবিউ ছবির মুক্তির আগে সময়টা তার কাছে কেমন ছিল? এক সাক্ষাৎকারে মুখ খুলেছিলেন কারিশমা। 

বছর ১৭ এর অভিনেত্রী বলেছিলেন, এইটা সম্পূর্ণ নিজের পছন্দের উপর নির্ভর করেছিল। কারণ তার গোটা পরিবারের সকলে অভিনেতা অথবা অভিনেত্রী। তার বাবা-কাকাও অভিনেত্রীদের বিয়ে করেছেন। তারা যদি অভিনেত্রীদের বিয়ে করে থাকেন, অভিনেত্রীরা কেন কাজ করতে পারবেন না। 

অপর এক সাক্ষাৎকারে অভিনেত্রী কারিশমা কাপুর জানিয়েছিল, তার বাবা সবসময়ই তাকে অভিনয় করার জন্য সাপোর্ট করে এসেছে। রণধীর কাপুর সবসময়ই তাকে বলেন, ‘কাপুর পরিবারের নাম ডুবতে দিও না’। 

কারিশমার কথায়, তার দাদু রাজ কাপুর আগে থেকেই বুঝতে পেরেছিলেন তিনি অভিনেত্রী হতে চান। নায়িকার কথায়, ‘উনি সবসময়ই আমাকে বলতেন, লোলো বেবি আমি জানি তুমি অভিনেত্রী হতে চাও। শুধু একটা কথাই বলতে চাই, অভিনেত্রী হলে সবথেকে সেরাটা হবে, নয়তো হয়য়ো না’। 

১৯৯১ সালে ‘প্রেম কয়েদি’ ছবির মাধ্যমে বলিউডে ডেবিউ করেন কারিশমা। কিন্তু ‘নিশ্চয়’ ছবি তৈরির সময় প্রথমবার ক্যামেরার মুখোমুখি হয়েছিলেন তিনি। যদিও সেই ছবি আরও একবছর পর মুক্তি পেয়েছিল।সালমান খান এবং রিমা লাগুর সঙ্গে ছবিতে প্রথম শট দিয়েছিলেন কারিশমা। 

সূত্র: হিন্দুস্তান টাইমস

কিউটিভি/অনিমা/৬ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:২১
▎সর্বশেষ

ad