চৌগাছায় ছাত্রলীগের কম্বল বিতরণ

admin | আপডেট: ০৬ জানুয়ারী ২০২২ - ০৭:২১:৩৮ পিএম

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৭৪ শীতার্তের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে চৌগাছা প্রেসক্লাবে এই কম্বল বিতরণ শুরু করা হয়।

উপজেলা ছাত্রলীগ নেতা এইচ এম ফিরোজ হোসেনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চৌগাছা প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের বিলুপ্ত কমিটির আহবায়ক জিয়াউর রহমান রিন্টু, চৌগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক অমেদুল ইসলাম, ছাত্রলীগ নেতা তরিকুল ইসলাম, সাজু হোসেন, শিপন হোসেন, জয়ন্ত কুমার, মাজহারুল ইসলাম, ইভান, অন্তু, রিয়াজ হোসেন, বেনজির হোসেন প্রমুখ। ছাত্রলীগ নেতা এইচএম ফিরোজ বলেন, ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৭৪ জন শীতার্তকে কম্বল বিতরণ করা হয়।

 

 

কিউটিভি/আয়শা/৬ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:১৯

▎সর্বশেষ

ad