বোমাতঙ্ক, হুড়মুড় করে অবতরণ করল ভারতীয় বিমান

Anima Rakhi | আপডেট: ৩০ জানুয়ারী ২০২৬ - ০৯:৩৮:২২ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : মাঝ আকাশে ফের বোমাতঙ্ক। কুয়েত থেকে দিল্লিগামী ইন্ডিগো এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান ঘিরে শুক্রবার সকালে ব্যাপক চাঞ্চল্য ছড়াল। পরিস্থিতির গুরুত্ব বিচার করে তড়িঘড়ি বিমানটিকে গুজরাটের আমদাবাদ বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়। তবে দীর্ঘ তল্লাশির পর সন্দেহজনক কিছু না মেলায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন কর্তৃপক্ষ ও যাত্রীরা।

বিমানবন্দর ও ইন্ডিগো সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে যখন বিমানটি মাঝ আকাশে, ঠিক তখনই এক যাত্রীর নজরে আসে একটি চিরকুট। সেখানে লেখা ছিল যে বিমানের ভেতরে বোমা রাখা আছে। এই খবর জানাজানি হতেই ১৮০ জন যাত্রীর মধ্যে হুড়োহুড়ি ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতির গুরুত্ব বুঝে পাইলট তৎক্ষণাৎ আমদাবাদের এয়ার ট্রাফিক কন্ট্রোল বা এটিসি-র সঙ্গে যোগাযোগ করেন এবং জরুরি অবতরণের অনুমতি চান। সকাল ৬টা ৪০ মিনিট নাগাদ আমদাবাদ বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে বিমানটি।

অবতরণের পরপরই প্রোটোকল মেনে সমস্ত যাত্রীকে দ্রুত সরিয়ে নিয়ে যাওয়া হয়। এরপর বম্ব স্কোয়াড ও নিরাপত্তা রক্ষীরা বিমানজুড়ে তল্লাশি চালান। দীর্ঘ পরীক্ষার পর বিমানবন্দরের এক উচ্চপদস্থ কর্মকর্তা নিশ্চিত করেন যে বিমানের ভেতর থেকে কোনো বিস্ফোরক বা আপত্তিকর বস্তু পাওয়া যায়নি। চিরকুটটি নিছকই ভুয়া ছিল বলে প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে। 

ইন্ডিগোর পক্ষ থেকে জানানো হয়েছে যে যাত্রী নিরাপত্তার স্বার্থে সমস্ত নিয়ম মেনেই এই পদক্ষেপ নেওয়া হয়েছিল। 

অনিমা/৩০ জানুয়ারী ২০২৬,/রাত ৯:৩৮

▎সর্বশেষ

ad