
আন্তর্জাতিক ডেস্ক : মঙ্গলবার (২৭ জানুয়ারি) মাটিতে ফেলে দেয়ার আগে লোকটি ওমরকে ‘অজানা পদার্থ’ দিয়ে স্প্রে করে। রয়টার্স এর বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, হামলায় ওমরের তেমন কোনো ক্ষতি হয়নি, তবে কর্তৃপক্ষ তার ওপর কোন পদার্থ স্প্রে করা হয়েছিল তা জানায়নি। আক্রমণকারীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে কিনা তাও জানায়নি।
লোকটিকে যখন চেপে ধরে তার হাত পিছনে শক্ত করে চেপে ধরা হয়, তখন দর্শকদের মধ্যে থেকে একজনকে বলতে শোনা যায়, ‘ওহ মাই গড, সে তার উপর কিছু স্প্রে করেছে।’ ঘটনার একটি ভিডিও ক্লিপে শোনা যায় কথাগুলো। এরপর লোকটিকে ঘর থেকে বের করে দেয়ার পর ওমর টাউন হল আলোচনা চালিয়ে যান।
তার ওপর হামলার ঠিক আগে আগে, তিনি মার্কিন অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা (আইসিই) বিলুপ্ত করার এবং হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের সচিব ক্রিস্টি নোয়েমকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছিলেন। মিনিয়াপোলিস পুলিশকে ঘটনা সম্পর্কে মন্তব্য করার অনুরোধ এবং কাউকে গ্রেফতার করা হয়েছে কিনা, জানতে চাইলে কোনো কিছুই জানায়নি। এদিকে, হোয়াইট হাউস তাৎক্ষণিকভাবে একটি বার্তা সংস্থার অনুরোধে কোনো মন্তব্য করেনি।
খোরশেদ/২৮ জানুয়ারী ২০২৬,/দুপুর ১২:২২






