‘পাকিস্তানের বিশ্বকাপ বয়কট করা উচিত’

Ayesha Siddika | আপডেট: ২৭ জানুয়ারী ২০২৬ - ১১:২৬:৩৪ পিএম

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর মাত্র কয়েক দিন বাকি। সবকিছু ঠিক থাকলে ৭ ফেব্রুয়ারি ভারতে শুরু হবে বিশ্বকাপের আসর। টুর্নামেন্টের দশদিন আগেও চলছে নাটকীয়তা।

টুর্নামেন্টের অন্যতম হট ফেভারিট দল পাকিস্তান বিশ্বকাপে খেলবে কিনা এখনও অনিশ্চিত। গতকাল ২৬ জানুয়ারি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নকভি দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে দেখা করেছেন। তাদের সেই দ্বিপাক্ষিক বৈঠকে আলোচনা হয় পাকিস্তান বিশ্বকাপে অংশ নেবে কিনা।

সেই বৈঠক শেষে পাকিস্তানের সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, আগামী শুক্র থেকে সোমবারের মধ্যেই পাকিস্তান বিশ্বকাপে অংশ নেবে কিনা চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে। তবে পিসিবির সাবেক চেয়ারম্যান খালিদ মাহমুদ সরাসরি বিশ্বকাপ বয়কটের পক্ষে মত দিয়েছেন।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) তিনি বলেন, বাংলাদেশের বয়কটের পর পাকিস্তানেরও উচিত বিশ্বকাপ বয়কট করা। ভারতের আয়োজনে ২০ দলের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে কম সময় বাকি থাকলেও নিরাপত্তা উদ্বেগের কারণে বাংলাদেশ দল টুর্নামেন্ট থেকে সরে গেছে এবং তাদের জায়গায় এসেছে স্কটল্যান্ড।

খালিদ মাহমুদ জানান, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-র ওপর ভারত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। আইসিসির চেয়ারম্যান জয় শাহ একজন ভারতীয় এবং সংস্থার গুরুত্বপূর্ণ পদগুলোতেও ভারতীয় কর্মকর্তারা রয়েছেন। তিনি প্রশ্ন তোলেন, যেখানে খেলোয়াড়রা নিরাপত্তা ঝুঁকির মুখে, সেখানে তারা কীভাবে খেলতে যেতে পারে?

২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কা দলের ওপর সন্ত্রাসী হামলার উদাহরণ স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, তখনও একাধিক দেশ পাকিস্তানে সফর করতে অস্বীকার করেছিল। আইসিসি তখন কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি এবং সফরকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। তিনি মনে করেন, বাংলাদেশের নিরাপত্তা উদ্বেগ যৌক্তিক এবং পাকিস্তান উচিত বাংলাদেশের পাশে দাঁড়িয়ে আইসিসির কাছে দাবি জানানো। 

 

 

আয়শা/২৭ জানুয়ারী ২০২৬,/রাত ১১:২২

▎সর্বশেষ

ad