
স্পোর্টস ডেস্ক : তাঁকে ঘিরে স্বপ্ন বুনেছিল বার্সেলোনা। আশার আলো দেখিয়েছিলেন কোচ হ্যান্সি ফ্লিকও। লা মাসিয়া থেকে উঠে আসা প্রতিশ্রুতিশীল তরুণ দ্রো ফার্নান্দেজ অল্প সময়েই নজর কাড়েন ক্লাব স্কাউটদের। ক্লাব ন্যুর জার্সিতে পাঁচটি ম্যাচ খেলেই জানান দেন নিজের সম্ভাবনার কথা। তবে বার্সার ভবিষ্যৎ পরিকল্পনায় বড় ধাক্কা দিয়ে শেষ পর্যন্ত প্যারিস সেন্ট জার্মেইনে (পিএসজি) পাড়ি জমালেন এই ১৮ বছর বয়সী মিডফিল্ডার।
ফার্নান্দেজকে দলে টানতে ৮.২ মিলিয়ন ইউরো (৭.১ মিলিয়ন পাউন্ড) খরচ করেছে পিএসজি-যা তাঁর ৬ মিলিয়ন ইউরো (৫.২ মিলিয়ন পাউন্ড) রিলিজ ক্লজের চেয়েও বেশি। ক্লাব দুটির মধ্যে সুসম্পর্ক বজায় রাখতেই এমন সিদ্ধান্ত নেয় ফরাসি জায়ান্টরা। এত বড় এক প্রতিভাকে হারিয়ে হতাশ বার্সেলোনা কোচ হ্যান্সি ফ্লিক। আর এই ট্রান্সফার ঘিরে সৃষ্ট পরিস্থিতিকে ‘অপ্রীতিকর’ বলে আখ্যা দিয়েছেন ক্লাব সভাপতি হোয়ান লাপোর্তা।

কাতালুনিয়া রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে লাপোর্তা বলেন, “এটা ছিল একটি অপ্রীতিকর পরিস্থিতি। তাঁর ১৮ বছরে পা রাখার পর কী করা হবে-সে বিষয়ে আমরা ভিন্ন একটি সমাধানে একমত হয়েছিলাম। কিন্তু অপ্রত্যাশিতভাবে তাঁর প্রতিনিধি আমাদের জানায়, আমরা যে বিষয়ে একমত হয়েছিলাম, সেটি তারা আর বাস্তবায়ন করতে পারবে না।”
২০২২ সালে বার্সেলোনার আঁতুড়ঘর লা মাসিয়াতে যোগ দেন ফার্নান্দেজ। মেধা ও পরিশ্রমের স্বীকৃতি হিসেবে গত বছরের সেপ্টেম্বরে চ্যাম্পিয়নস লিগে অলিম্পিয়াকোসের বিপক্ষে তাঁর অভিষেক হয়। এরপর আরও চারটি ম্যাচ খেলেন তিনি। নিজের দলবদল নিয়ে ফার্নান্দেজ বলেন, এটি তাঁর জন্য “অসীম গর্বের এক মুহূর্ত।
”তাঁর ভাষায়, “পিএসজি একটি বিশাল ক্লাব-শৈশব থেকেই যাকে অনুসরণ করেছি এবং যেখানে অনেক মহান কিংবদন্তি ইতিহাস গড়েছেন।”ইনস্টাগ্রামে দেওয়া এক আবেগী বার্তায় তিনি লেখেন, “চারটি অবিস্মরণীয় মৌসুম কাটানোর পর আজ আমাকে জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্তগুলোর একটি নিতে হচ্ছে-সাম্প্রতিক বছরগুলোতে যে ক্লাবটি ছিল আমার ঘর, তাকে বিদায় জানানো।”
আয়শা/২৭ জানুয়ারী ২০২৬,/রাত ১০:৪০






