কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি

Ayesha Siddika | আপডেট: ২৬ জানুয়ারী ২০২৬ - ১১:৪৬:৪৭ পিএম

ডেস্ক নিউজ : চলতি হিজরি বছরের রজব মাসে ইসলাম ধর্মের দুই পবিত্র নগরী মক্কা ও মদিনায় ৭ কোটি ৮৮ লাখ ৪৩ হাজার ৪২৫ জন মুসল্লি ও ওমরাহ পালনকারী সমবেত হয়েছেন। সৌদি কর্তৃপক্ষের মতে, হজ মৌসুমের বাইরে এটি ছিল অন্যতম ব্যস্ত সময়। এই বিপুল উপস্থিতি একদিকে যেমন ধর্মীয় ভ্রমণের ক্রমবর্ধমান আগ্রহকে তুলে ধরে, অন্যদিকে ভিড় ব্যবস্থাপনায় সৌদি আরবের আধুনিক প্রস্তুতিরও প্রতিফলন ঘটায়।

মসজিদুল হারাম ও মসজিদে নববীর তত্ত্বাবধায়ক জেনারেল অথরিটি প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, ১৪৪৭ হিজরির রজব মাসে দুই পবিত্র মসজিদে মোট প্রবেশকারীর সংখ্যা ছিল ৭ কোটি ৮৮ লাখ ৪৩ হাজার ৪২৫ জন। এই সময়ের মধ্যে প্রায় ১ কোটি ৪৯ লাখ মানুষ ওমরাহ পালন করেছেন। শুধু মক্কার মসজিদুল হারামেই মাসজুড়ে ইবাদত করেছেন প্রায় ৩ কোটি ৫০ লাখ মুসল্লি। এ ছাড়া কাবা শরিফসংলগ্ন ঐতিহাসিক ও বিশেষ মর্যাদাসম্পন্ন হিজরে ইসমাইল এলাকায় নামাজ আদায় করেছেন ৫৪ হাজারের বেশি মানুষ।

অন্যদিকে, মদিনায় অবস্থিত মসজিদে নববীতে ইবাদত করেছেন প্রায় ২ কোটি ৫১ লাখ মুসল্লি। একই সময়ে রিয়াজুল জান্নাহতে নামাজ পড়ার সুযোগ পেয়েছেন প্রায় ১২ লাখ ৯০ হাজার মানুষ। পাশাপাশি মহানবী হজরত মুহাম্মদ (সা.) এবং তার দুই সাহাবির রওজায় সালাম পেশ করেছেন আরও প্রায় ২৫ লাখ ৯০ হাজার জিয়ারতকারী।

কর্তৃপক্ষ জানিয়েছে, এই পরিসংখ্যান নির্ধারণ করা হয়েছে ‘থ্রুপুট’ পদ্ধতি অনুসরণ করে। এই পদ্ধতিতে মসজিদ ও আশপাশের বিভিন্ন ইবাদত ও জিয়ারতকেন্দ্রে মোট প্রবেশসংখ্যা হিসাব করা হয়, যার মাধ্যমে সার্বিক দর্শনার্থী প্রবাহের একটি পূর্ণাঙ্গ চিত্র পাওয়া যায়। পরিসংখ্যানে আরও দেখা গেছে, আন্তর্জাতিক ওমরাহ যাত্রীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। শুধু রজব মাসেই সৌদি আরবের বাইরে থেকে আগত ওমরাহ পালনকারীর সংখ্যা ছিল ২০ লাখের বেশি। এসব যাত্রী বিশ্বের বিভিন্ন মুসলিম দেশ ছাড়াও অন্যান্য অঞ্চল থেকে এসেছেন।

সৌদি কর্তৃপক্ষের মতে, ভিসা প্রক্রিয়া সহজীকরণ, ডিজিটাল সেবা সম্প্রসারণ এবং সমন্বিত যাতায়াত ও ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর ফলে বিদেশি মুসল্লিদের আগমন বেড়েছে। এর ফলে ওমরাহ পালন যেমন সহজ হয়েছে, তেমনি পবিত্র নগরীগুলোতে চলাচল ও অবস্থান ব্যবস্থাও আগের তুলনায় আরও সুশৃঙ্খল হয়েছে।

সূত্র: গালফ নিউজ

 

 

আয়শা/২৬ জানুয়ারী ২০২৬,/রাত ১১:৪৪

▎সর্বশেষ

ad