
বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা বিক্রান্ত ম্যাসির ক্যারিয়ারে যুক্ত হচ্ছে নতুন এক মাইলফলক। তার অভিনীত আসন্ন থ্রিলার বায়োপিক সিনেমা ‘হোয়াইট’-এ থাকছেন আন্তর্জাতিক সুপারস্টার জেনিফার লোপেজ। তবে অভিনেত্রী হিসেবে নয়, সিনেমাটিতে তিনি একটি বিশেষ থিম সং বা ‘অ্যান্থেম’ গাইবেন।
‘হোয়াইট’ সিনেমাটি পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ এবং প্রযোজনা করছেন মহাবীর জৈন। ছবিটি মূলত ইংরেজি ও স্প্যানিশ ভাষায় নির্মিত হচ্ছে। প্রাথমিক প্রতিবেদন অনুসারে, জেনিফার লোপেজ গানটি উভয় ভাষার সংমিশ্রণে রেকর্ড করবেন। এই থিম সংটি মাইকেল জ্যাকসনের আইকনিক ট্র্যাক ‘হিল দ্য ওয়ার্ল্ড’ থেকে অনুপ্রাণিত এবং বিশ্ব শান্তি, প্রেম ও একত্বের বার্তা প্রচারের উদ্দেশ্যে নির্মাণ করা হচ্ছে।
ছবিটির শুটিংয়ের ৯০ শতাংশ অংশ ইতোমধ্যেই দক্ষিণ আমেরিকায় সম্পন্ন হয়েছে। মূল কাস্ট ও ক্রুর ৯০ শতাংশ আন্তর্জাতিক। সিনেমাটোগ্রাফি করছেন জুয়ান কার্লোস গিল, যিনি ‘নারকোস’ সিরিজের কাজের জন্য পরিচিত। সিনেমাটি হিন্দি, ইংরেজি ও স্প্যানিশে মুক্তি পাবে এবং পরবর্তীতে আরও ২১টি ভাষায় ডাবিং করে বিশ্বজুড়ে প্রদর্শনের পরিকল্পনা রয়েছে।
বিক্রান্ত ম্যাসি শ্রী শ্রী রবিশঙ্করের চরিত্রে অভিনয় করছেন। গত মার্চে তিনি বেঙ্গালুরুর আর্ট অব লিভিং আশ্রমে শ্রী শ্রী রবিশঙ্করের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। সেখানে তার সঙ্গে ছিলেন স্ত্রী শীতল ঠাকুর ও ছেলে বর্দান। হিনা খান ও তার প্রেমিক রকি জয়সওয়ালও সেই সময় আশ্রমে উপস্থিত ছিলেন। শীতল ঠাকুর ইনস্টাগ্রামে এই সফরের ছবি শেয়ার করেছেন।
জেনিফার লোপেজের গান এই সিনেমায় একটি ভিন্ন আন্তর্জাতিক মাত্রা যোগ করবে বলে মনে করা হচ্ছে। দুই পক্ষের মধ্যে আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি, তবে আলোচনাগুলি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এর আগে বিক্রান্ত ম্যাসি ‘টুয়েলভথ ফেল’ সিনেমার জন্য জাতীয় পুরস্কার জিতেছিলেন, যা তার এই নতুন প্রজেক্টের প্রতি আগ্রহ আরও বাড়িয়েছে।
খোরশেদ/২৪ জানুয়ারী ২০২৬,/দুপুর ১:৪৪





