ক্রিকেট খেলুড়ে দেশের ‘পোস্টার বয়’ যারা

Ayesha Siddika | আপডেট: ১৯ জানুয়ারী ২০২৬ - ১১:৪০:৫৫ পিএম

স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকে ধারাবাহিক পারফরম্যান্সে যারা কিংবদন্তি হয়ে আছেন তাদের নিয়েই আমাদের আজকের এই প্রতিবেদন। এশিয়ার ক্রিকেট খেলুড়ে দলগুলোর মধ্যে অন্যতম হলো ভারত,পাকিস্তান পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলংকা ও আফগানিস্তান।

ভারতীয় ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্সে নিজেদের অনন্য উচ্চতায় নিয়ে গেছেন সাবেক দুই অধিনায়ক শচীন রমেশ টেন্ডুলকার ও বিরাট কোহলি। শচীন সেঞ্চুরির সেঞ্চুরি করে সবচেয়ে বেশি রান করে অবসরে গেছেন। কোহলি ইতোমধ্যে ৮৫টি সেঞ্চুরি করে দ্বিতীয় সর্বোচ্চ সেঞ্চুরি ও ক্রিকেট ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রান করেছেন।

পাকিস্তানের ক্রিকেটে কিংবদন্তি হয়ে আছেন ইমরান খান। ক্রিকেট থেকে রাজনীতিতে অংশ নিয়ে দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্বও পালন করেছিলেন তিনি। বর্তমানে রাজনৈতিক মামলায় কারাগারে আছেন ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা এই অলরাউন্ডার।

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সেরা তারকা হলেন সাকিব আল হাসান। দীর্ঘ সময়ে টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টি ফরম্যাটে বিশ্ব সেরার মুকুট দখল করে ছিলেন সাকিব। বর্তমানে রাজনৈতকি মামলার কারণে দেশে ফিরতে পারছেন না। পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।

আফগানিস্তান ক্রিকেটের পোস্টার বয় হিসেবে পরিচিত রশিদ খান। ছোট দেশের বড় তারকা হিসেবে বিশ্বে জনপ্রিয় এই তারকা লেগ স্পিনার। অস্ট্রেলিয়ান ক্রিকেটের কিংবদন্তি হলেন স্যার ডোনাল্ড জর্জ ব্র্যাডম্যান। তিনি ক্রিকেটের ইতিহাসে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ব্যাটসম্যান হিসেবে স্বীকৃতি পেয়েছেন। 

ইংল্যান্ডের কিংবদন্তি হলেন স্যার ইয়ান টেরেন্স বোথাম। ক্রিকেট ইতিহাসে প্রকৃত অলরাউন্ডারের মর্যাদা পেয়েছেন তিনি। বর্তমানে ধারাভাষ্য পেশায় জড়িত আছেন এই সুপারম্যান। শ্রীলংকান ক্রিকেটে কিংবদন্তি হয়ে আছেন মুত্তিয়া মুরালিধরন। তিনি ক্রিকেট ইতিহাসে রেকর্ড ১৩৪৭ উইকেট শিকার করেছেন।

দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি হলেন জ্যাক ক্যালিস। এই তারকা অলরাউন্ডার ব্যাটে বলে দুর্দান্ত পারফর্ম করে ইতিহাসে অমর হয়ে আছেন।

নিউজিল্যান্ড ক্রিকেটের কিংবদন্তি হলেন রিচার্ড হ্যাডলি।

ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটে কিংবদন্তি হলেন ভিভ রিচার্ডস।

জিম্বাবুয়ের কিংবদন্তি হলেন অ্যান্ডি ফ্লাওয়ার। 

আয়ারল্যান্ডের ক্রিকেটের কিংবদন্তি হলেন কেভিন ও’ব্রায়ান।

নেপালের ক্রিকেটের সেরা তারকা হলেন- পারস খাদকা।

নেদারল্যান্ডসের সেরা তারকা হলেন রায়ান টেন ডেসকাট। 

স্কটল্যান্ড ক্রিকেটের সেরা তারকা হলেন পল স্টারলিং ও কাইল কোয়েৎজার।

সংযুক্ত আরব আমিরাতের সেরা তারকা হলেন শাইমান আনোয়ার।

ওমানের সেরা ক্রিকেটার হলেন জিশান মাকসুদ।

পাপুয়া নিউগিনির সেরা তারকা হলেন আসাদ ভালা। তিনি পাপুয়া নিউগিনির অন্যতম সেরা ক্রিকেটার। ২০০৫ সাল থেকে জাতীয় দলের হয়ে খেলছেন। তার নেতৃত্বে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে নিউগিনি।

হংকং ক্রিকেটের সেরা তারকা অংশুমান রাথ। দলকে নেতৃত্বে দিয়ে এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন তিনি।

কেনিয়া ক্রিকেটের সেরা তারকা হলেন কলিন্স ওমন্ডি ওবুয়া। নাইরোবিতে জন্মগ্রহণকরা কেনিয়ার সাবেক এই অধিনায়ক লেগ স্পিনের পাশাপাশি ডানহাতে ব্যাট করতেন।

 

 

আয়শা/১৯ জানুয়ারী ২০২৬,/রাত ১১:৩৩

▎সর্বশেষ

ad