২০১৬ সালে ফিরে যাওয়ার ট্রেন্ডটি আসলে কী?

Ayesha Siddika | আপডেট: ১৯ জানুয়ারী ২০২৬ - ০৩:৩০:৫৯ পিএম

লাইফ ষ্টাইল ডেস্ক : সামাজিক মাধ্যমগুলোর নিউজ ফিড জুড়ে ২০১৬ সালের ট্রেন্ডের জয়জয়কার। সে সময়ের ব্যক্তিগত পুরোনো ছবি, সিনেমার গানগুলো পোস্ট করে নস্টালজিক হয়ে পড়ছেন বিশ্ববাসী। পুরনো স্মৃতি মনে করে স্ট্যাটাস দিচ্ছেন ঢালিউড, টালিউড, বলিউড, হলিউড তারকারা। কিন্তু কেন ভেবে দেখেছেন!

মার্কিন সংবাদমাধ্যম ইউএসএ টুডের প্রতিবেদন থেকে জানা যায়, ২০১৬ সালে স্থিতিবিস্থায় বসবাস করার পাশাপাশি শান্তি আর স্বস্তিতে ছিলেন বিশ্ববাসী। আর নতুন ২০২৬ সালের শুরুতে ২০১৬ সালের সুখস্মৃতিচারণে মজেছে নেটদুনিয়া।
 
গবেষকদের আন্তর্জাতিক বিশ্লেষণ বলছে, করোনা মহামারির আগে ইন্টারনেটের অতিরিক্ত ব্যবহার ছিল না। ওই সময় নেটিজেনরা সোশ্যাল মিডিয়ায় শুধু ব্যক্তিগত মুহূর্ত শেয়ার করতেন। স্ত্রল করতেন ফ্যাশন আর বিনোদনের বিষয়গুলো। ২০১৬ সালের সেই স্বস্তি ২০২৬ সালে ফিরে পেতে চাওয়া, সেই সুখ নতুন বছরে স্পর্শ করার অভিলাষে নতুন করে পুরো উদ্যমে বছরটি শুরু করতে ২০১৬ থ্রোব্যাক শেয়ার করছে বিশ্ববাসী। 
 
অনেকেই আশা করছেন, করোনা মহামারির পর আবারও সুখ, শান্তির সমৃদ্ধিতে ভরে উঠবে নতুন বছর ২০২৬। তাই ২০২৬ সালকে নতুন ২০১৬ সাল বলেও অভিহিত করছেন অনেকে। আর তাই ২০১৬ সালের স্মৃতিতে এখন পর্যন্ত ৩৭ মিলিয়ন পোস্ট ছাড়িয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়। 
 
 
এদিকে সাংস্কৃতিক গবেষকরা বলছেন, বর্তমান অস্থিতিশীল সময়ের তুলনায় ২০১৬ সালে সংস্কৃতি, সঙ্গীত এবং জীবনযাত্রায় স্থিতিবস্থা ছিল সুখকর। আর এ কারণেই সোশ্যাল মিডিয়ায় অন্য সালের পরিবর্তে ২০১৬ সালকেই থ্রোব্যাক করছেন নেটিজেনরা।
 
মনোবিজ্ঞানী ক্লে রাউটলেজ যুক্তি দেন যে, বর্তমান সময় যতই এগোচ্ছে ততই জটিল হয়ে উঠছে। মানুষ তাই এমন সময়কালে ফিরে যেতে চাইছে যা স্থিতিশীলতার অনুভূতি প্রদান করে। আর এ কারণেই গোটা দুনিয়া একসঙ্গে ফিরে তাকাচ্ছে ১০ বছর আগের ২০১৬ সালের দিকে।
 
বিবিসি (BBC)-র এক রিপোর্ট বলছে, ২০২৬-এর প্রথম সপ্তাহেই টিকটকে ‘২০১৬’ সার্চ বেড়েছে প্রায় ৪৫২ শতাংশ। শুধু তাই নয়, ওই বছরকে ঘিরে তৈরি বিশেষ ফিল্টার ব্যবহার করে ইতিমধ্যেই ৫ কোটি ৫০ লাখেরও বেশি ভিডিও পোস্ট হয়েছে। স্পষ্ট, এটা নিছক ট্রেন্ড নয়—এ যেন এক ধরনের সময়কে রিসেট করার চেষ্টা।

মূলত গত এক দশকে অতিমারি করোনা, দীর্ঘ লকডাউন, বিশ্বজোড়া অর্থনৈতিক টানাপড়েন, যুদ্ধ দেখেছে বিশ্ব। সময়ের সাথে পাল্লা দিয়ে বদলেছে ফ্যাশন ট্রেন্ড, সিনেমা ও গানের ধরনও। তাই সোশ্যাল মিডিয়ায় নস্টালজিক পোস্টের মাধ্যমে ১০ বছরের পুরনো বিশেষ স্মৃতি মনে করে ২০২৬ সাল নতুন করে শুরু করতে চাইছে সবাই। আর এ কারণেই সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হয়ে উঠেছে ২০১৬ সালে ফিরে যাওয়ার ট্রেন্ডটি।

 

আয়শা/১৯ জানুয়ারী ২০২৬,/বিকাল ৩:২২

 
▎সর্বশেষ

ad