
বিনোদন ডেস্ক : নতুন গানটি গায়কের গাওয়া নবম মৌলিক গান। এর মিউজিক ভিডিও ইউটিউব, অডিও ইউটিউব মিউজিক ও স্পটিফাইতে প্রকাশ হয়েছে। গানটির কথা লিখেছেন ও সুর করেছেন আনিসুর রহমান রানা নিজেই। গানে গিটার, কি-বোর্ড এবং পারকাশন প্রোগ্রামিংও শিল্পীর করা। গানের রেকডিং হয়েছে দ্য আর্টিকুলেটস ও স্টুডিও লেভনে। গানের মিক্সিং ও মাস্টারিং করেছেন এলআরবি’র গিটারিস্ট আবদুল্লাহ আল মাসুদ। ভিডিওগ্রাফি করেছেন এসএইচ পলাশ ও নাজার আয়ানুর রহমান।
রানা আরও বলেন,
বিশ্বের নানা দেশের বাংলাদেশের কমিউনিটি থেকেও গানগুলোর জন্য প্রশংসা পাচ্ছি। বাংলাদেশের শ্রোতারাও গান শুনে তাদের ভালো লাগার কথা জানিয়ে নানা সময়ে মেসেজ দেন, শুভেচ্ছা জানান। খুব ভলো লাগে। আশা করি প্রবাসের এক বাংলাদেশি শিল্পী হিসেবে গানগুলো আরও অনেক বাংলা ভাষাভাষী শ্রোতাদের কাছে ছড়িয়ে যাবে। আমি আশা রাখি আরও নতুন ও মানসম্পন্ন বাংলা গান সামনে নিয়ে আসব।
আনিসুর রহমান রানা পেশায় একজন চিকিৎসক। কিন্তু গান তার সত্তায় মিশে আছে। সহধর্মিণী ও পরিবার পাশে ছিল বলেই তা সম্ভব হয়েছে বলে তিনি মনে করেন। একই সঙ্গে তিনি অশেষ কৃতজ্ঞতা জানান সব সংগীতপ্রেমী মানুষদেরও। সংগীতশিল্পী আনিসুর রহমান রানা গিটারের সুর আর গানে মাতিয়ে চলেছেন কানাডার স্টেজগুলো। পাশাপাশি সোশাল ও ভার্চুয়াল মিডিয়া ইউটিউব, স্পটিফাইতেও তার গান সমাদৃত হচ্ছে। মূলত মৌলিক বাংলা গান নিয়েই তিনি বর্তমানে কাজ করছেন।
আয়শা/১৬ জানুয়ারী ২০২৬,/বিকাল ৩:১২





