সাবেক প্রেমিক রণবীরের সঙ্গে কাজ করতে চান? যা বললেন দীপিকা

Ayesha Siddika | আপডেট: ০৭ জানুয়ারী ২০২৬ - ০৬:৫৯:০৫ পিএম

বিনোদন ডেস্ক : বলিউড সেনসেশন দীপিকা পাড়ুকোনের সঙ্গে প্রেমে ছিল রণবীর কাপুরের।  সেই সম্পর্ক টেকসই হয়নি।  দুজনই এখন বিবাহিত।  রণবীর আরেক নায়িকা আলিয়াকে বিয়ে করে সন্তানের বাবা হয়েছেন।  দীপিকা বিয়ে করেছেন নায়ক রণবীর সিংকে।

দীপিকা-রণবীর জুটির বিচ্ছেদ হলেও পর্দায় তাদের জনপ্রিয়তা আজও আকাশচুম্বী।  রুপালি পর্দায় এখনো তাদের রসায়ন মানেই বক্স অফিসে ঝড় ওঠে। ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’ থেকে ‘তামাশা’— এ তারকা জুটির প্রতিটি কাজই সিনেমাপ্রেমী দর্শকদের মনে গেথে আছে।

সিনেমাপ্রেমী ভক্ত-অনুরাগীদের মনে এখনো একটাই প্রশ্ন— প্রিয় এ তারকা জুটিকে কি আর কখনো একফ্রেমে দেখা যাবে না? সম্প্রতি নিজের জন্মদিনে সেই বহুল প্রতীক্ষিত প্রশ্নের উত্তর দিয়েছেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।  জন্মদিনে ভক্তদের শুভেচ্ছাবার্তার জবাবে নিজের সুপ্ত ইচ্ছার কথা প্রকাশ করেছেন তিনি।

ভক্ত-অনুরাগীরা যখন তার কাছে রণবীর কাপুরের সঙ্গে পুনরায় কাজ করার আবদার জানান, তখন অভিনেত্রী রহস্যময় হাসি দিয়ে উত্তর দেন।  তিনি বলেন, রণবীর কাপুরের সঙ্গে কাজ করার ব্যাপারে কথাবার্তা চলছে।  তবে বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং কোনো কিছুই চূড়ান্ত হয়নি।  দীর্ঘদিন পর দীপিকার মুখে এমন ইতিবাচক ইঙ্গিত পাওয়ায় উচ্ছ্বসিত দুই তারকার ভক্ত-অনুরাগীরা।

ভালো গল্প, ভালো স্ক্রিপ্ট পেলে আবারও পর্দায় পুরোনো সেই জাদু ফিরিয়ে আনতে পারেন সাবেক এ তারকা জুটি। উল্লেখ্য, গত বছরের অক্টোবর মাসে বিমানবন্দরে হঠাৎ করে দেখা গেছে রণবীর কাপুর ও দীপিকা পাড়ুকোনকে।  সেই সময় তিক্ততা ভুলে একে অপরকে উষ্ণ আলিঙ্গন করেছিলেন এ তারকা জুটি। 

 

 

আয়শা/৭ জানুয়ারী ২০২৬,/সন্ধ্যা ৬:৫৫

▎সর্বশেষ

ad