
স্পোর্টস ডেস্ক : টানা দ্বিতীয় ড্রয়ের পর ২০ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে আপাতত পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। তবে এই রাউন্ড শেষে আবারও নিচে নামার সম্ভাবনা আছে তাদের।
লিডস ইউনাইটেডের মাঠে প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনো দলই। দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যেতে পারতো লিডস। সুইডিশ ডিফেন্ডার গুডমুন্ডসনের শট ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন গোলরক্ষক।
ম্যাচের ৬২ মিনিটে এগিয়ে যায় লিডস। ডি-বক্সে ঢুকে কোনাকুনি শটে গোলরক্ষককে পরাস্ত করেন ব্রেন্ডেন অ্যারনসেন। তার তিন মিনিট পর পাল্টা আক্রমণে দলকে সমতায় ফেরে ইউনাইটেড।
গোল হজম করার পরপরই ইয়োশুয়া জির্কজিকে বদলি নামান ইউনাইটেড কোচ। মাঠে নামার দুই মিনিটের মাথায় ডি-বক্সে এক থ্রু পাস বাড়ান এই ডাচ স্ট্রাইকার। ছুটে গিয়ে কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন মাথেউস কুইয়া।
সমতায় ফেরার কয়েক মিনিট পরই আবার গোল খেতে বসেছিল ইউনাইটেড। তবে ওকাফোরের শট দারুণ নৈপুণ্যে আটকে দেন গোলরক্ষক। ৮১তম মিনিটে দলকে এগিয়ে নিতে পারতেন কুইয়া, কিন্তু ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের শট বাধা পায় পোস্টে। ২০ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে ১৬ নম্বরে আছে লিডস ইউনাইটেড।
আয়শা/০৪ জানুয়ারী ২০২৬,/রাত ১১:৫৪






