
আন্তর্জাতিক ডেস্ক : ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেফতারের পর অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথবাক্য পাঠ করেছেন ডেলসি রদ্রিগেজ। মাদুরোকে গ্রেফতারের পর ধারনা করা হচ্ছিলো, দেশটির পরবর্তী দায়িত্বে ডোনাল্ড ট্রাম্পের আস্থাভাজনই কেউ বসবেন। তবে, সব আশায় গুড়েবালি।
কেন না, দায়িত্ব পাওয়া অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ মাদুরোর অনুগত ও ঘনিষ্ঠজন হিসেবেই পরিচিত ছিলেন এবং আছেন। রদ্রিগেজকে শপথবাক্য পাঠ করিয়েছে সুপ্রিম কোর্ট। আদালতটিও মাদুরোর রাজনৈতিক আন্দোলনের প্রতি অনুগত এবং তার অনুগতরাই সেখানের দায়িত্বে রয়েছেন ।
এখনো পর্যন্ত যুক্তরাষ্ট্রের সেনারা ভেনেজুয়েলার মাটিতে নেই। যদিও ট্রাম্প সে সম্ভাবনা পুরোপুরি নাকচও করেননি। মাদুরোকে গ্রেফতারের মাধ্যমে যুক্তরাষ্ট্র ক্ষমতায় থাকা অনুগতদের এক ধরনের হুমকিস্বরূপ বার্তা দিয়ে রাখলেন। যুক্তরাষ্ট্রের চাওয়া অনুযায়ী কাজ না করলে তারাও হতে পারেন পরবর্তী লক্ষ্য। কাগজে-কলমে তারা এখনো ক্ষমতায় থাকলেও, বাস্তবে যুক্তরাষ্ট্রকে ‘না’ বলার মতো অবস্থানে কতটা আছেন মাদুরোর মিত্ররা সেই প্রশ্নও থেকেই যাচ্ছে।
আয়শা/০৪ জানুয়ারী ২০২৬,/রাত ১০:৫০






