সাংবাদিক সামসুজ্জোহার বাবার কুলখানি শুক্রবার

Mohon | আপডেট: ০১ জানুয়ারী ২০২৬ - ০১:২৭:১৮ পিএম

নিউজ ডেক্স : ঠাকুরগাঁওয়ের জ্যেষ্ঠ সাংবাদিক ও দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি এটিএম সামসুজ্জোহার বাবা মো. মজিবর রহমানের কুলখানি আগামীকাল শুক্রবার (২ জানুয়ারি) অনুষ্ঠিত হবে। ওই দিন বাদ জুমা ঠাকুরগাঁও সদর উপজেলার উত্তর হরিহরপুর গ্রামে নিজ বাসভবনে এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত শুক্রবার (২৬ ডিসেম্বর) মো. মজিবর রহমান ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, পাঁচ ছেলে, তিন মেয়ে এবং নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মজিবর রহমান এলাকার একজন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী ছিলেন। তিনি ঠাকুরগাঁও উত্তর হরিহরপুর আলিম মাদ্রাসার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং এলাকায় বেশ কিছু শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান প্রতিষ্ঠার সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন। 

মরহুমের বড় ছেলে এটিএম সামসুজ্জোহা জানান, শুক্রবারের কুলখানিতে তার বাবার আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেওয়ার জন্য পরিবারের পক্ষ থেকে বিনীত অনুরোধ জানানো হয়েছে।

 

 

 

কুইক টিভি/মহন/ ০১ জানুয়ারি ২০২৬ দুপুর ১:১৬

▎সর্বশেষ

ad