১৩ বছর বয়সে মারা গেলেন সিকান্দার রাজার ছোট ভাই

Mohon | আপডেট: ০১ জানুয়ারী ২০২৬ - ১২:২৮:৫৬ পিএম

স্পোর্টস ডেস্ক : জিম্বাবুয়ে পুরুষ ক্রিকেট দলের টি–টোয়েন্টি আন্তর্জাতিক অধিনায়ক সিকান্দার রাজার ছোট ভাই মুহাম্মদ মাহদি আর নেই। জিম্বাবুয়ে ক্রিকেট বুধবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। মাহদির বয়স ছিল মাত্র ১৩ বছর। তিনি ২৯ ডিসেম্বর মৃত্যুবরণ করেন। জিম্বাবুয়ে ক্রিকেট জানায়, মাহদি জন্ম থেকেই হিমোফিলিয়ায় ভুগছিল। এটি একটি জটিল রোগ। এই রোগে রক্ত জমাট বাঁধার ক্ষমতা খুব কম থাকে। সামান্য আঘাতেও অতিরিক্ত রক্তক্ষরণ হতে পারে। সাম্প্রতিক শারীরিক জটিলতার কারণেই মাহদির মৃত্যু হয়েছে বলে জানানো হয়।

সংক্ষিপ্ত বিবৃতিতে জিম্বাবুয়ে ক্রিকেট আরও জানায়, মাহদি সোমবার মারা যান। পরদিন মঙ্গলবার তাকে হারারেতে দাফন করা হয়। দাফন সম্পন্ন হয় ওয়ারেন হিলস কবরস্থানে। এই কঠিন সময়ে সিকান্দার রাজা ও তার পরিবারের পাশে থাকার কথা জানিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। জিম্বাবুয়ে ক্রিকেট তাদের বিবৃতিতে বলেছে, ‘জিম্বাবুয়ে ক্রিকেট সিকান্দার রাজা এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে। জিম্বাবুয়ে টি–টোয়েন্টি দলের অধিনায়কের প্রিয় ছোট ভাই মুহাম্মদ মাহদি ২৯ ডিসেম্বর ২০২৫ হারারেতে ১৩ বছর বয়সে মৃত্যুবরণ করেছে।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘মুহাম্মদ মাহদি জন্ম থেকেই হিমোফিলিয়ায় আক্রান্ত ছিল এবং সাম্প্রতিক স্বাস্থ্য জটিলতার কারণে দুঃখজনকভাবে তার মৃত্যু হয়েছে।’ জিম্বাবুয়ে ক্রিকেট জানায়, ‘৩০ ডিসেম্বর ২০২৫ হারারেতে ওয়ারেন হিলস কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।’ বোর্ডের পক্ষ থেকে আরও বলা হয়, ‘জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড, ব্যবস্থাপনা, খেলোয়াড় এবং কর্মীরা এই গভীর শোকের সময়ে সিকান্দার রাজা ও তার পরিবারের পাশে একাত্মতা প্রকাশ করছে।’

বিবৃতির শেষাংশে বলা হয়, ‘আল্লাহ যেন তাদের ধৈর্য ও শক্তি দান করেন এবং মুহাম্মদ মাহদির আত্মাকে চিরশান্তি দান করেন।’এদিকে আইসিসি পুরুষ টি–টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬–এ জিম্বাবুয়ে দলকে নেতৃত্ব দেওয়ার প্রস্তুতিতে থাকা সিকান্দার রাজা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি জিম্বাবুয়ে ক্রিকেটের বিবৃতিটি রিটুইট করেন। সঙ্গে একটি ভাঙা হৃদয়ের ইমোজি ব্যবহার করেন। সেটিই ছিল তার সংক্ষিপ্ত কিন্তু আবেগঘন প্রতিক্রিয়া।

 

 

 

কুইক টিভি/মহন/ ০১ জানুয়ারি ২০২৬ দুপুর ১২:২৮

▎সর্বশেষ

ad