
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতনিয়াহু। আজ রোববার (২৮ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের উদ্দেশে তিনি রওনা দেবেন এবং পরদিন ফ্লোরিডায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন। এক ইসরাইলি কর্মকর্তা বার্তাসংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেছিলেন, ‘সে আমার সঙ্গে দেখা করতে চায়। আমরা এখনো আনুষ্ঠানিকভাবে কিছু ঠিক করিনি, কিন্তু সে দেখা করতে চায়।’ ইসরাইলি দৈনিক ইদিয়োথ আহরোনোত বুধবার জানিয়েছে, এই বৈঠকে আঞ্চলিক নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হতে পারে। এর মধ্যে ইরান ইস্যু, ইসরাইল-সিরিয়া নিরাপত্তা চুক্তি নিয়ে আলোচনা, লেবাননে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি এবং গাজা চুক্তির পরবর্তী ধাপগুলো অন্তর্ভুক্ত।
কুইক টিভি / মহন / ২৮ ডিসেম্বর ২০২৫,/ দুপুর ২:৩৮





