ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের আগে ইউক্রেনে ব্যাপক হামলা চালাল রাশিয়া

Ayesha Siddika | আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৫ - ১২:১৩:৪২ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনীর বরাত দিয়ে এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, শনিবার রাতভর প্রায় ১০ ঘণ্টা ধরে কিয়েভ এবং তার আশপাশের অঞ্চলগুলোকে লক্ষ্য করে প্রায় ৫০০ ড্রোন ও ৪০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রুশ সেনাবাহিনী। এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহারের মাধ্যমে বেশ কিছু ড্রোন-ক্ষেপণাস্ত্র ঠেকাতে সক্ষম হয়েছে ইউক্রেনীয় বাহিনী। তবে যেগুলো ঠেকানো সম্ভব হয়নি— সেগুলোর আঘাতে অন্তত ২ জন নিহত এবং ৪৬ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

কিয়েভের বিদ্যুৎ পরিষেবা ও সরবরাহ ব্যবস্থাকে লক্ষ্য করে এ হামলা পরিচালনা করেছিল রাশিয়া। যে উদ্দেশ্যে এই হামলা পরিচালিত হয়েছে, তাও অনেকটাই সফল। কারণ রুশ ড্রোন-ক্ষেপণাস্ত্রের আঘাতের জেরে কিয়েভ ও তার আশপাশের বিশাল অঞ্চল বিদ্যুৎবিহীন হয়ে গেছে। কিয়েভের প্রশাসনিক কর্মকর্তারা জানিয়েছেন, ১০ লাখেরও বেশি পরিবার পবর্তমানে বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে। হামলার প্রাথমিক পর্যায়ে অর্থাৎ সন্ধ্যারাতেই ৭৫ হাজারেরও বাড়িঘরের বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল।

আয়শা/২৮ ডিসেম্বর ২০২৫,/দুপুর ১২:১২

▎সর্বশেষ

ad