ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা প্রশাসনে বিতর্কিতদের প্রশ্রয় : শংকিত জেলাবাসী গণতন্ত্রের জন্য চলা সংগ্রাম-লড়াই চালিয়ে যাব : মির্জা ফখরুল ঢাকায় এমপি প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ কুড়িগ্রাম-৪ আসনে মমতাজ হোসেন লিপিকে বিএনপির প্রার্থী ঘোষণার দাবিতে রৌমারীতে মশাল মিছিল আর্থিক অনিয়মে অভিযুক্ত সাবেক অধ্যক্ষ শহিদুল ইসলামঃ অভিযোগের ঝড় খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে কুড়িগ্রামের খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সাবেক তিন অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু কুড়িগ্রামে পরপর ৬ ডিসির মধ্যে ৪ জনই নারী ডিসি উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে ককটেল বিস্ফোরণ গাজী মাজহারুল আনোয়ার : তুমি সুতোয় বেধেছ শাপলার ফুল নাকি তোমার মন ‘নবীন বরণ ২০২৫’ অনুষ্ঠিত হলো ড্যাফোডিল পলিটেকনিকে

শাকিবের সঙ্গে অপুর পোশাকে মিল, যা বললেন অভিনেত্রী

Mohon | আপডেট: ২২ ডিসেম্বর ২০২৫ - ০৫:৪০:৩২ পিএম

বিনোদন ডেক্স : ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাসকে এমন পোশাকে সাধারণত কখনো দেখা যায়নি। ভক্ত-অনুরাগীরা তাকে দেখে চমকে গেছেন। অফ-হোয়াইট স্যুটে অপুকে আত্মবিশ্বাসী মনে হয়েছে। ফ্লোরাল এমব্রয়ডারির সূক্ষ্ম কাজ পোশাকে এনে দিয়েছে আভিজাত্যের প্রতীক। মিনিমাল জুয়েলারি ও পরিমিত মেকআপে আধুনিক গ্ল্যামারের ছাপ তার রূপকে আরও মোহনীয় করে তুলেছে।

সম্প্রতি একগুচ্ছ ছবি সামাজিক মাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন অপু বিশ্বাস। ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন—যে শক্তি তোমাকে টানে, নিজেই সেই শক্তি হয়ে ওঠো। অপুর পোস্ট করা ছবি মুহূর্তেই নেটদুনিয়ায় ভাইরাল হয়ে পড়ে। ঘণ্টাখানেকের মধ্যে প্রায় সাত হাজারের মতো রিঅ্যাকশন জমা পড়েছে। মন্তব্য এসেছে হাজারখানেক ও শেয়ার হয়েছে ৩১ বার।

সামাজিক মাধ্যমে নেটিজেনদের অনেকেই অপু বিশ্বাসের কস্টিউমকে কয়েক দিন আগে  শাকিব খানের ফেসবুকে পোস্ট করা একটি ছবির কস্টিউমের সঙ্গে তুলনা করেছেন। আবার কেউ কেউ দুজনের কাছাকাছি নকশার কস্টিউম নিয়ে রহস্য খুঁজছেন? কেউ মনে করছেন, দুজনের ছবির কোলাজ করে একই কস্টিউম বানিয়েছেন। অনেকেই সন্দেহ পোষণ করে বলছেন, ঘটনা কী— দুজনই একই ধরনের পোশাকে? কেউ কেউ বলছেন, দারুণ মানিয়েছে। ম্যাচিং ম্যাচিং।

রহস্য প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, এটা তেমন কী আর! আমার একটা ইভেন্ট ছিল। একজন ডিজাইনার অনুষ্ঠানের মুড অনুযায়ী আমার পোশাকের এই নকশা করেছেন। ভক্তরা নানান কিছু ভাবছেন। প্রিয় তারকাকে নিয়ে ভক্তদের বলা এসব কথাকে ভালোবাসা হিসেবে নিচ্ছি। কাছাকাছি নকশার পোশাকের বিষয়ে তেমন কিছুই কি জানতেন না বলে জানিয়েছেন অভিনেত্রী। অপু বলেন, এটা পুরোপুরি ডিজাইনারের কারসাজি। এর বেশি আর কিছুই বলতে পারব না।

উল্লেখ্য, দীর্ঘ বিরতি শেষে আবারও শুটিংয়ে ফিরছেন অপু বিশ্বাস। নির্মাতা কামরুল হাসানের ‘দুর্বার’ নামের একটি সিনেমায় কাজ করছেন তিনি। এ সিনেমায় প্রথমবারের মতো তার বিপরীতে অভিনয় করছেন আবদুন নূর সজল।

‘দুর্বার’ সিনেমার শুটিং অভিজ্ঞতা প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, ‘দুর্বার’ একেবারে অন্য রকম সিনেমা। অভিনয়ে তার পথচলা ১৯ বছর। এ সময়ে তিনি কাজ করেছেন শতাধিক চলচ্চিত্রে। তবে এতদিনের ক্যারিয়ারে খুব কম সিনেমাতেই প্রম্পট ছাড়া অভিনয়ের সুযোগ পেয়েছেন তিনি। এবারই প্রথম প্রম্পট ছাড়া একটি সম্পূর্ণ সিনেমার শুটিং শেষ করছেন অপু বিশ্বাস।

 

 

 

কুইক টিভি/ মহন / ২২ ডিসেম্বর ২০২৫,/ বিকাল ৫:৩৯

▎সর্বশেষ

ad