ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা প্রশাসনে বিতর্কিতদের প্রশ্রয় : শংকিত জেলাবাসী গণতন্ত্রের জন্য চলা সংগ্রাম-লড়াই চালিয়ে যাব : মির্জা ফখরুল ঢাকায় এমপি প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ কুড়িগ্রাম-৪ আসনে মমতাজ হোসেন লিপিকে বিএনপির প্রার্থী ঘোষণার দাবিতে রৌমারীতে মশাল মিছিল আর্থিক অনিয়মে অভিযুক্ত সাবেক অধ্যক্ষ শহিদুল ইসলামঃ অভিযোগের ঝড় খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে কুড়িগ্রামের খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সাবেক তিন অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু কুড়িগ্রামে পরপর ৬ ডিসির মধ্যে ৪ জনই নারী ডিসি উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে ককটেল বিস্ফোরণ গাজী মাজহারুল আনোয়ার : তুমি সুতোয় বেধেছ শাপলার ফুল নাকি তোমার মন ‘নবীন বরণ ২০২৫’ অনুষ্ঠিত হলো ড্যাফোডিল পলিটেকনিকে

শিনোজাদার সেঞ্চুরিতে বাংলাদেশকে কঠিন লক্ষ্য দিল আফগানিস্তান

Ayesha Siddika | আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৫ - ০৬:০২:১৭ পিএম

স্পোর্টস ডেস্ক : শনিবার (১৩ ডিসেম্বর) দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে আফগানিস্তান আগে ব্যাট করে বাংলাদেশকে ২৮৪ রানের লক্ষ্য দিয়েছে। টস জিতে ব্যাটিং নেয়া আফগানিস্তান নির্ধারিত ৫০ ওভারে ফাইসাল শিনোজাদার দুর্দান্ত সেঞ্চুরিতে ভর করে ৭ উইকেটে ২৮৩ রান সংগ্রহ করেছে।

এদিন সাদ ইসলামের করা চতুর্থ ওভারে প্রথম উইকেট হারায় আফগানরা। খালিদ আহমদজাইয়ের (১৩ বলে ৪) বিদায়ের সময় আফগানদের সংগ্রহ ছিল ১৬ রান। দ্বিতীয় উইকেট জুটিতে ওসমান সাদাত ও ফাইসাল শিনোজাদা ৬৬ রান যোগ করেন। ৫০ বলে ৩৪ রান করা সাদাতকে বোল্ড করে জুটি ভাঙেন সাইমুন বশির।
 
সাদাতের বিদায়ের পরও বাংলাদেশের বোলারদের ওপর আধিপত্য বিস্তার করে খেলতে থাকেন শিনোজাদা। তাকে দারুণ সঙ্গ দিয়েছেন উজাইরউল্লাহ নিয়াজাই। ৯৩ রানের জুটি গড়ার পথে সেঞ্চুরি পূর্ণ করেন শিনোজাদা। সেঞ্চুরি করে অবশ্য বেশিক্ষণ টেকেননি শিনোজাদা। ইকবাল হোসেন ইমনের বলে আউট হওয়ার আগে ৯৪ বলে ৮ চার ও ৪ ছক্কায় ১০৩ রান করেন তিনি।

আফগানদের রান ২০০ ছোঁয়ার আগে অধিনায়ক মাহবুব খানকে বোল্ড করেন শাহরিয়ার আহমেদ। ১৯ বলে ১৩ রান করেন আফগান অধিনায়ক। এক ওভার পরে এসে উজাইরউল্লাহকেও বিদায় করেন তিনি।  ৫৫ বলে ১ চার ও ২ ছক্কায় ৪৪ রান করেন উজাইর।
 
খাতির স্ট্যানিকজাইকে ১১ রানে ইমন এবং রুহুল্লাহ আরবকে রিজান হোসেন রানের খাতা খোলার আগে বিদায় করেন। কিন্তু আজিজুল্লাহ মিয়াখিলকে সঙ্গে নিয়ে শেষদিকে ঝড় তোলেন আব্দুল আজিজ। এই জুটি মাত্র ২৮ বলে ৫৮ রান যোগ করে। মিয়াখিল ৩৬ বলে ২টি করে চার ও ছক্কায় ৩৮ এবং আজিজ ১৬ বলে ৩ ছক্কায় ২৬ রান করেন।

বাংলাদেশের পক্ষে ৮ ওভারে ৪৫ রান দিয়ে ২ উইকেট নেন শাহরিয়ার। সমান উইকেট পেলেও ১০ ওভারের স্পেলে ৬৩ রান খরচ করেছেন ইমন। এছাড়া সাদ, সাইমুন, রিজান একটি করে উইকেট পেয়েছেন। 

 

আয়শা/১৩ ডিসেম্বর ২০২৫,/সন্ধ্যা ৬:০০

▎সর্বশেষ

ad