ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা প্রশাসনে বিতর্কিতদের প্রশ্রয় : শংকিত জেলাবাসী গণতন্ত্রের জন্য চলা সংগ্রাম-লড়াই চালিয়ে যাব : মির্জা ফখরুল ঢাকায় এমপি প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ কুড়িগ্রাম-৪ আসনে মমতাজ হোসেন লিপিকে বিএনপির প্রার্থী ঘোষণার দাবিতে রৌমারীতে মশাল মিছিল আর্থিক অনিয়মে অভিযুক্ত সাবেক অধ্যক্ষ শহিদুল ইসলামঃ অভিযোগের ঝড় খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে কুড়িগ্রামের খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সাবেক তিন অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু কুড়িগ্রামে পরপর ৬ ডিসির মধ্যে ৪ জনই নারী ডিসি উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে ককটেল বিস্ফোরণ গাজী মাজহারুল আনোয়ার : তুমি সুতোয় বেধেছ শাপলার ফুল নাকি তোমার মন ‘নবীন বরণ ২০২৫’ অনুষ্ঠিত হলো ড্যাফোডিল পলিটেকনিকে

হৃদরোগে আক্রান্ত অস্কার বিদায় জানাচ্ছেন ফুটবলকে

Ayesha Siddika | আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৫ - ০৫:৫২:২৬ পিএম

স্পোর্টস ডেস্ক : চীনের ক্লাব ফুটবলে দীর্ঘ সময় কাটিয়ে ৩৪ বছর বয়সী অস্কার গত ডিসেম্বর শৈশবের ক্লাব সাও পাওলোতে ফিরেছিলেন। কিন্তু ভয়ংকর অভিজ্ঞতার পর ক্লাবকে নিজের ক্যারিয়ার শেষ করার ইচ্ছার কথা জানিয়েছেন।

সাও পাওলোর ট্রেনিং সেন্টারে ইন্টারভাল টেস্টের সময় এক্সারসাইজ বাইক ব্যবহার করতে গিয়ে অস্কার হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। সতর্কতামূলক পর্যবেক্ষণের জন্য তাকে আইসিইউতে রাখা হয়েছিল। পরবর্তী পরীক্ষায় চিকিৎসকরা নিশ্চিত হন, এই মিডফিল্ডার ভ্যাসোভ্যাগাল সিনকোপে আক্রান্ত হয়েছেন। এই রোগে হঠাৎ করে হৃদস্পন্দন ও ব্লাড প্রেসার নেমে যায়। ফলে ফুটবলের মতো কঠোর শারীরিক পরিশ্রমের খেলা তার জন্য ঝুঁকিপূর্ণ।

যে কারণে ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর অস্কার অবসর নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন বলে ব্রাজিলিয়ান গণমাধ্যম গ্লোবো জানিয়েছে। খুব শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। এই আকস্মিক খবরে থমকে গেল এক বর্ণাঢ্য ক্যারিয়ার, যার শুরু সাও পাওলোতে, সেরা সময় চেলসিতে এবং অপ্রত্যাশিতভাবে চীনের ক্লাব ফুটবলে নাম লেখানোর মাধ্যমে পাদপ্রদীপের আলো থেকে সরে যাওয়া। গত বছর সাংহাই পোর্টের সঙ্গে চুক্তি শেষে শৈশবের ক্লাবে প্রত্যাবর্তন করেন অস্কার। তবে কামব্যাক মৌসুমেই তার ক্যারিয়ার ব্যাহত হয় মেরুদণ্ডের একটি কশেরুকা ভেঙে যাওয়ার কারণে। সে সময়ই নাকি হৃদযন্ত্র সংক্রান্ত সম্ভাব্য সমস্যার প্রাথমিক লক্ষণ ধরা পড়েছিল।

সাম্প্রতিক এই ঘটনায় দীর্ঘমেয়াদি স্বাস্থ্যঝুঁকির বিষয়টি আরও স্পষ্ট হয়েছে, ফলে পেশাদার ফুটবল চালিয়ে যাওয়ার চেয়ে নিজের স্বাস্থ্যের দিকেই অগ্রাধিকার দিচ্ছেন তিনি। হাসপাতালে ভর্তি হওয়ার পর ভক্তদের আশ্বস্ত করতে ইনস্টাগ্রামে অস্কার লিখেছিলেন, ‘আশা করি সবকিছু ঠিক হয়ে যাবে।’গত ডিসেম্বর প্রায় আট বছর চীনে কাটানোর পর তিন বছরের চুক্তিতে সাও পাওলোতে যোগ দিয়েছিলেন অস্কার। চীনে তিনি পরিসংখ্যান ও শিরোপা—দুই দিক থেকেই লিগের অন্যতম সেরা খেলোয়াড় ছিলেন।
এর আগে চেলসির হয়ে তিনি ২০৩টি ম্যাচ খেলে ৩৮টি গোল করেন এবং দুটি প্রিমিয়ার লিগ, একটি ইউরোপা লিগ ও একটি লিগ কাপ জয় করেন। ২০১৭ সালে রেকর্ড ট্রান্সফারে তিনি সাংহাইতে পাড়ি জমান। চীনে তার সময়টা ছিল ট্রফি ও আর্থিক সাফল্যে ভরপুর, তবে ব্রাজিলে ফেরা অধ্যায়টি অপ্রত্যাশিতভাবে মাঠের পারফরম্যান্স নয়, বরং চিকিৎসাজনিত কারণেই শেষ হতে যাচ্ছে।

এখন সাও পাওলো ক্লাব অস্কার ও তার চিকিৎসক দলের সঙ্গে সমন্বয় করে আনুষ্ঠানিক অবসর ঘোষণার প্রক্রিয়া চূড়ান্ত করবে এবং মাঠের বাইরে তার ভবিষ্যৎ পথচলা কী হবে, সে বিষয়ে পরবর্তী ধাপ নির্ধারণ করবে। হাসপাতালে ভর্তির পর সমর্থকদের আশ্বস্ত করা এই ফুটবলার ভবিষ্যতে সুস্থতা ও দীর্ঘমেয়াদি স্বাস্থ্য ব্যবস্থাপনাতেই মনোযোগ দেবেন বলেই ধারণা করা হচ্ছে।

 

 

আয়শা/১৩ ডিসেম্বর ২০২৫,/বিকাল ৫:৫০

▎সর্বশেষ

ad