
ডেস্ক নিউজ : রাজনৈতিক দলের একটা বড় কাজ হচ্ছে জনগণের কাছে যাওয়া, জনগণের কথা শোনা বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি এবং বর্তমানে যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মির্জা গালিব।
গালিব আরও বলেন, জামায়াত জনগণের কথা শোনার জন্য জনতার ইশতেহার তৈরির উদ্যোগ নিছে। সবার মতামতের ভিত্তিতে জনগণের চাহিদা ও প্রায়োরিটির আলোকে তারা নির্বাচনী ইশতেহার তৈরি করবে। এর পাশাপাশি ইশতেহারে করা প্রতিশ্রুতিগুলো কতটুকু বাস্তবায়ন হচ্ছে পরবর্তীতে তার একটা ফলোআপ সিস্টেমও থাকবে।
এটা একটা অসাধারণ উদ্যোগ। এরকম উদ্যোগের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে মৌলিক পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। জুলাইয়ের পরে জামায়াতের প্রতি মানুষের যে আগ্রহ- তা নিয়ে গালিব বলেন, মূল কারণ হচ্ছে- পরিবর্তনের আকাঙ্খা। জামায়াতের উচিত অন্যান্য দলের প্রতি কোন নেগেটিভ কথা না বলে শুধু ভবিষ্যতে ক্ষমতায় আসলে তারা কী কী করবে সেই পরিকল্পনা নিয়ে মানুষের কাছে যাওয়া। মানুষ বিশ্বাস করতে শুরু করছে যে, ইসলামিস্টরা সততা আর যোগ্যতার সঙ্গে জাতিকে নেতৃত্ব দিতে পারে।
খোরশেদ/১১ ডিসেম্বর ২০২৫,/দুপুর ১:০০






