
ডেস্ক নিউজ : বিজয়ের মাসেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিজয়ীর বেশেই দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলের মিডিয়া সেলের সদস্য ও ‘আমরা বিএনপি পরিবারের’ আহ্বায়ক আতিকুর রহমান রুমন।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাতে এভারকেয়ার হাসপাতালে তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানের জন্য অপেক্ষায় থাকা আনোয়ার নামে এক রিকশাচালকের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আতিকুর রহমান রুমন বলেন, ‘তারেক রহমানের ভালো দিকগুলো হয়তো নিন্দুকদের সহ্য হয় না। নিন্দুকেরা নানা কথা বলবেই। তিনি নিন্দুকদের কথা পাত্তা দেন না। উনি বিজয়ীর বেশেই দেশে ফিরবেন।’
বেশ কয়েকদিন ধরে ধানের শীষের প্রতীক হাতে তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানের অপেক্ষায় ছিলেন রিকশাচালক আনোয়ার হোসেন।জুবাইদা রহমানের পক্ষে তার কাছ থেকে ধানের শীষ সংগ্রহ করেন আতিকুর রহমান রুমন। তিনি বলেন, ডা. জুবাইদা রহমানের নির্দেশেই এটি গ্রহণ করা হয়েছে।
রুমন আরও বলেন, ‘বাড়ি ফেরার পথে ডা. জুবাইদা রহমান ওই রিকশাচালকের সঙ্গে সাক্ষাৎ করবেন। তার পক্ষ থেকে রিকশাচালককে একটি রিকশা উপহার দিতে চাইলে আনোয়ার হোসেন জানান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরলেই তিনি রিকশাটি গ্রহণ করবেন, এর আগে নয়। কোনো প্রশ্ন সামনে রেখে দেশে আসতে চান না তিনি।’
খোরশেদ/১০ ডিসেম্বর ২০২৫,/সকাল ১১:২০






