ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা প্রশাসনে বিতর্কিতদের প্রশ্রয় : শংকিত জেলাবাসী গণতন্ত্রের জন্য চলা সংগ্রাম-লড়াই চালিয়ে যাব : মির্জা ফখরুল ঢাকায় এমপি প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ কুড়িগ্রাম-৪ আসনে মমতাজ হোসেন লিপিকে বিএনপির প্রার্থী ঘোষণার দাবিতে রৌমারীতে মশাল মিছিল আর্থিক অনিয়মে অভিযুক্ত সাবেক অধ্যক্ষ শহিদুল ইসলামঃ অভিযোগের ঝড় খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে কুড়িগ্রামের খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সাবেক তিন অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু কুড়িগ্রামে পরপর ৬ ডিসির মধ্যে ৪ জনই নারী ডিসি উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে ককটেল বিস্ফোরণ গাজী মাজহারুল আনোয়ার : তুমি সুতোয় বেধেছ শাপলার ফুল নাকি তোমার মন ‘নবীন বরণ ২০২৫’ অনুষ্ঠিত হলো ড্যাফোডিল পলিটেকনিকে

পাকিস্তান ও আফগানিস্তানের তরুণ তারকাকে দলে টানল নোয়াখালী

Ayesha Siddika | আপডেট: ০৮ ডিসেম্বর ২০২৫ - ০৪:২২:২২ পিএম

স্পোর্টস ডেস্ক : বিপিএলের নিলাম শেষ হয়েছে এক সপ্তাহেরও বেশি সময় আগে। তবে সরাসরি চুক্তিতে দলে খেলোয়াড় টানা বজায় রেখেছে ফ্র‍্যাঞ্চাইজিগুলো। সেই ধারাবাহিকতায় এবার সাদাকাত এবং জহিরকে দলে নিল নোয়াখালী। সোমবার (৮ ডিসেম্বর) ফ্র‍্যাঞ্চাইজিটি আনুষ্ঠানিকভাবে এই দুই ক্রিকেটারের অন্তর্ভূক্তির বিষয়ে জানিয়েছে।

পাকিস্তান ক্রিকেটের অন্যতম উদীয়মান তারকা ধরা হয় মাজ সাদাকাতকে। অনূর্ধ্ব-১৯ পর্যায়ে আলো কেড়ে এখন নিয়মিত খেলছেন দেশটির ‘এ’ দলে। ব্যাটিংয়ের পাশাপাশি দলের প্রয়োজনে বাঁহাতি স্পিন বলও করে থাকেন তিনি। সর্বশেষ রাইজিং স্টারস এশিয়া কাপে ব্যাট হাতে ১২৯ গড়ে ২৫৮ রান করেন তিনি। আর বল হাতে নিয়েছেন ৭ উইকেট। বিপিএলে এর আগে না খেললেও পাকিস্তান সুপার লিগের মতো ফ্র‍্যাঞ্চাইজি লিগের বড় মঞ্চে খেলেছেন। সম্প্রতি নেপাল প্রিমিয়ার লিগেও খেলে গেছেন মাজ।

এদিকে, আন্তর্জাতিক ক্রিকেটে তেমন সুনাম কুড়াতে না পারলেও ফ্র‍্যাঞ্চাইজি ক্রিকেটে বেশ পরিচিত মুখ আফগানিস্তানের জহির খান। খেলেছেন আইপিএল, পিএসএল, বিগ ব্যাশ, আইএল টি-টোয়েন্টি এবং সিপিএলের মতো বড় মঞ্চে। টি-টোয়েন্টি ক্রিকেটে ১২৬ ইনিংসে বোলিং করে ১৪২ উইকেট নিয়েছেন জহির। আন্তর্জাতিক ক্রিকেটে ৬ টেস্ট, ১ ওয়ানডে ও ৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। জহির। তাতে মোট উইকেট পেয়েছেন ২০টি। জিম্বাবুয়ের বিপক্ষে ২০২৪ সালের ডিসেম্বরে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন জহির।

আয়শা/০৮ ডিসেম্বর ২০২৫,/বিকাল ৪:২২
▎সর্বশেষ

ad