ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা প্রশাসনে বিতর্কিতদের প্রশ্রয় : শংকিত জেলাবাসী গণতন্ত্রের জন্য চলা সংগ্রাম-লড়াই চালিয়ে যাব : মির্জা ফখরুল ঢাকায় এমপি প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ কুড়িগ্রাম-৪ আসনে মমতাজ হোসেন লিপিকে বিএনপির প্রার্থী ঘোষণার দাবিতে রৌমারীতে মশাল মিছিল আর্থিক অনিয়মে অভিযুক্ত সাবেক অধ্যক্ষ শহিদুল ইসলামঃ অভিযোগের ঝড় খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে কুড়িগ্রামের খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সাবেক তিন অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু কুড়িগ্রামে পরপর ৬ ডিসির মধ্যে ৪ জনই নারী ডিসি উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে ককটেল বিস্ফোরণ গাজী মাজহারুল আনোয়ার : তুমি সুতোয় বেধেছ শাপলার ফুল নাকি তোমার মন ‘নবীন বরণ ২০২৫’ অনুষ্ঠিত হলো ড্যাফোডিল পলিটেকনিকে

হত্যার হুমকির প্রতিবাদে ভূমি দস্যুদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

khurshed | আপডেট: ০৭ ডিসেম্বর ২০২৫ - ০৫:২১:৪৮ পিএম

খোরশেদ আলম বাবুল, শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুর সাংবাদিক অফিসে ভূমি দস্যুদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। রোববার সকালে ভূমি দস্যু সেলিম খন্দকার ওরফে তারা মিয়া ও বারেক খন্দকারদের অবৈধ দখল ও অত্যাচারে অতিষ্ট হয়ে নড়িয়া উপজেলার মানাখান গ্রামের রিক্সা চালক আবু তাহের দেওয়ান ও তার পরিবার এই সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনকারীরা জানায়, ৩ বছর ধরে একই গ্রামের মৃত ফটিক খন্দকারের ছেলে সেলিম ওরফে তারা মিয়া খন্দকার ও বারেক খন্দকারসহ ওই পরিবারের প্রত্যেক নারী-পুরুষ সদস্যরা দখল কাজের সাথে জড়িত। ওই পরিবারের ৭ সদস্য ইউরোপে থাকায় অর্থে-বিত্তে তারা প্রভাবশালী বনেছে। তাদের অত্যাচারের শিকার ভুক্তভোগী পরিবারটি আদালতে মামলা করে করেছে। আদালত ভূমি দস্যুদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করলেও তারা মানতে নারাজ। আদালতে আদেশ উপেক্ষা করে ছুটির দিনে তারা দখল শুরু করে।

সংবাদ সম্মেলন থেকে ভুক্তভোগী পরিবাররের আবু তাহের দেওয়ান, খাদিজা খাতুন, মনির দেওয়ান সহ অন্যান্যরা জানায়, ডিসেম্বর মাসে আদালত বন্ধ পেয়ে দখলদাররা নিষেধাজ্ঞা অমান্য করে নালিশী জমি দখলের চেষ্টা করে। ইতোপূর্বেও তারা একাধিকবার ভূমি দখলের চেষ্টা করে। এবার দখলদারদের কাজে বাঁধা দেওয়ায় তারা ভুক্তভোগী পরিবারের সদস্যদের প্রকাশ্যে হত্যার হুমকি দিয়েছে বলেও তারা দাবী করেন। ভুক্তভোগী পরিবারটি জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছে। বিষয়টি তারা জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে অবগত করেছেন। ভুক্তভোগীরা দখলদারদের অত্যাচর থেকে মুক্তি চেয়ে আদালত ও প্রশাসনের কাছে আবেদনও করেছেন।

খাদিজা খাতুন জানায়, তিনি মামলার বিষয়ে আদালতে যায়। তাই দখলদাররা তাকে রাস্তায় পেয়ে অপহরণের চেষ্টা করে। অশ্লীল ভাষায় গালিগালাজ করে। যে কোন সময় প্রতিপক্ষের লোকজন তাকে অপহরণ বা নির্যাতন করে হত্যা করতে পারে তিনি আশঙ্কা করছেন। তার জীবনের নিরাপত্তাও নেই।

এই বিষয়ে বাদী পক্ষের আইনজীবী এডভোকেট আক্তারুজ্জামান বলেন, বাদীপক্ষ তার কাছে গিয়ে বিষয়টি অবগত করেন। পরবর্তীতে তিনি আদালতে মোকদ্দমা দায়ের করেন। নালিশী জমিতে বিবাদীরা যাতে নির্মাণ কাজ করতে না পারে সেই বিষয়ে আদালতে নিষেধাজ্ঞা চাই। আদালত সন্তুষ্ট হয়ে নিষেধাজ্ঞা দিয়েছেন। এই বিষয়ে নড়িয়া থানা অফিসার ইনচার্জ নাজমুল হাসান বলেন, আদালত থেকে একটি নিষেধাজ্ঞার নোটিশ পাই। একজন অফিসারকে দায়িত্ব দিয়ে সেখানে পাঠানো হয়েছে। বর্তমানে নালিশী ভূমিতে শান্তি-শৃঙ্খলা বজায় রয়েছে।

 

 

খোরশেদ/০৭ ডিসেম্বর ২০২৫,/বিকাল ৫:১৯

▎সর্বশেষ

ad