
বাণিজ্য ডেস্ক : বুধবার (১২ নভেম্বর) অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ প্রস্তাবের অনুমোদন দেয়া হয়েছে।
বৈঠক সূত্রে জানা গেছে, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে উন্মুক্ত দরপত্র (আন্তর্জাতিক) পদ্ধতিতে ১২ হাজার ৫০০ টন পরিশোধিত চিনি কেনার উদ্যোগ নিয়েছে সরকার।
সুপারিশকৃত দরদাতা প্রতিষ্ঠান ইস্তানবুলের বেগালতা ড্যানিসমানলিক হিজমেটলেরি এ.এস. ওমের অবনি এমএইচ ইনোনু সিডি থেকে কেনা হবে এসব চিনি। এতে ব্যয় হবে ৭৮ কোটি ২৫ লাখ ৬৫ হাজার টাকা। প্রতি কেজির দাম পড়বে ৯৪ টাকা ৯৪ পয়সা।
বৈঠকে চিনি ছাড়াও কয়েক ধরনের সার, চাল ও সয়াবিন তেল কেনার অনুমতি দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি।
আয়শা/১২ নভেম্বর ২০২৫,/রাত ৮:৩৩






