জাতীয় নির্বাচনের আগে জনগণ আর কোনো ভোট চায় না: রহমাতুল্লাহ

Ayesha Siddika | আপডেট: ০৯ নভেম্বর ২০২৫ - ১১:২৫:৪৬ পিএম

ডেস্ক নিউজ : বরিশালে ধানের শীষের পক্ষে রিকশা শ্রমিকদের নিয়ে একটি ব্যতিক্রমী রিকশা র‌্যালি ও সমাবেশ করেছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।

রোববার (৯ নভেম্বর) বেলা ১১টায় বরিশাল বেলস পার্ক উদ্যান থেকে শুরু হয় এই র‌্যালি ও সমাবেশ। এর আগে সকাল থেকেই নগরীর বিভিন্ন স্থান থেকে শত শত রিকশা জড়ো হয় এখানে। দলের নেতাকর্মীদের নিয়ে বেলস পার্ক থেকে র‌্যালিটি বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

সমাবেশে আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ বলেন, আমরা ভোট দিতে পারি নাই ২০ বছর। আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার আপসহীনতার কারণে ভোটের অধিকার ফিরে এসেছে। এখনো একটা পক্ষ নির্বাচন বানচাল করতে চায়। হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, জাতীয় নির্বাচনের আগে অন্য কোনো নির্বাচন, গণভোট জনগণ চায় না।

তিনি আরও বলেন, রিকশাচালকরা আমাদের ভাই। এবারের নির্বাচনে তারাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তারাও এবার ভোট দিতে পারবে তাদের পছন্দের প্রার্থীকে। ব্যতিক্রমী এই প্রচারণা নির্বাচনি মাঠে ভিন্ন আমেজ তৈরি করেছে বলে মনে করছেন স্থানীয়রা।

র‌্যালিতে অংশ নেওয়া রিকশাচালকরা বলেন, আমাদের নিয়ে কেউ আগে এভাবে ভাবেনি। আমরাও সমাজের অংশ। নির্বাচনে আমরাও ভূমিকা রাখব। রিকশা নিয়ে শোভাযাত্রা অংশ নিয়ে খুব ভালো লাগছে।

 

 

আয়শা/০৯ নভেম্বর ২০২৫,/রাত ১১:১২

এ বিভাগের অন্যান্য খবর

▎সর্বশেষ

ad