ব্রেকিং নিউজ
‘নবীন বরণ ২০২৫’ অনুষ্ঠিত হলো ড্যাফোডিল পলিটেকনিকে যমুনায় ৮ দলের প্রতিনিধি, আশপাশ এলাকায় নেতাকর্মীরা বিএনপির যুগ্ম মহাসচিব হলেন হুমায়ুন কবির  মেয়েকে ধর্ষণ, নরপিশাচ পিতার কারাদণ্ড কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম

জাবি শিক্ষিকার বিরুদ্ধে জামায়াত নেতার মামলা

Mohon | আপডেট: ০৪ নভেম্বর ২০২৫ - ০৪:৪৯:৩৩ পিএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পরিবেশ বিভাগের রেজিস্টার ও সহকারী অধ্যাপক ড. নাহরিন ইসলাম খানের বিরুদ্ধে মামলা দায়ের করছেন সিরাজগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক মো. জাহিদুল ইসলাম। মঙ্গলবার (০৪ নভেম্বর) সকালে সিরাজগঞ্জ সদর থানা আমলি আদালতে টেলিভিশনের টকশোতে মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে মামলাটি দায়ের করা হয়। জাহিদুল ইসলাম আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের জামায়াত মনোনীত প্রার্থী।

বাদীর আইনজীবী অ্যাডভোকেট আবু তালেব এ তথ্য নিশ্চিত করে বলেন, জাবি শিক্ষিকার বিরুদ্ধে দণ্ডবিধির ৫০০ ধারায় মামলাটি দায়ের হয়েছে। মামলায় উল্লেখ করা হয়, গত ২৫ অক্টোবর গাজী টিভিতে কাজী জেসিন সঞ্চালিত ‘রেইনবো নেশন বনাম ধর্মীয় কার্ড’ অনুষ্ঠানে ড. নাহরিন ইসলাম জামায়াত নেতা জাহিদুল ইসলামকে নিয়ে মানহানিকর বক্তব্য দেন।

বিবিসি বাংলায় দেওয়া জামায়াত নেতা জাহিদুলের সাক্ষাৎকারের বরাদ দিয়ে তিনি বলেন, জামায়াতের সিরাজগঞ্জ শাখার সেক্রেটারি গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ নেতারা পালিয়ে গেলে তাদের স্ত্রীদের প্রতি ‘জামায়াতের হক’ বলেছিলেন। অর্থাৎ তিনি বুঝিয়েছেন, ‘জামায়াতের লোকেরা নারী লোভী। ইতোমধ্যে সেই ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে।’

তবে বিবিসি বাংলার সাক্ষাৎকারে জামায়াত নেতা বলেছিলেন ৫ আগস্টের পরে আওয়ামী লীগের কর্মীরা বিভিন্নভাবে হয়রানির শিকার হলেও জামায়াতের দ্বারা কেউ হয়রানির শিকার হয়নি। আমাদের ধারণা, আওয়ামী লীগের সাধারণ ভোটার ও সাপোর্টার ভোটারদের ভোট আমাদের দিকে আসবে। এ বিষয়ে সিরাজগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম বলেন, জাবি শিক্ষিকা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও কুরুচিপূর্ণ বক্তব্যের মাধ্যমে আমার ও আমার দলের মর্যাদা ক্ষুণ্ন করেছেন।

কুইক টিভি নিউজ /রাজ/ ০৪ নভেম্বর ২০২৫/ বিকালঃ ০৪:৪৭

▎সর্বশেষ

ad