
লাইফ ষ্টাইল ডেস্ক : প্রতিটি দিন সময়ের প্রবাহে হারিয়ে যায়, কিন্তু কিছু দিন থেকে যায় স্মৃতির পাতায়, ইতিহাসের পাতায়। এসব বিশেষ দিনে ঘটে এমন কিছু ঘটনা, যা মানবসভ্যতার অগ্রযাত্রা, বৈপ্লবিক পরিবর্তন কিংবা বেদনাবিধুর স্মৃতি হয়ে চিরকাল অমলিন থাকে।
চলুন, দেখে নেওয়া যাক ২২ অক্টোবরের ইতিহাসে উল্লেখযোগ্য কিছু ঘটনা—
• ১৪৯৪ – ইতালীয় নাবিক ক্রিস্টোফার কলম্বাস তার দ্বিতীয় আবিষ্কার অভিযানে যাত্রা করেন।
• ১৫৯৯ – লন্ডনে ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠনের পরিকল্পনা শুরু হয়।
• ১৭৬০ – নবাব মীর জাফর আলী খান পদচ্যুত হন।
• ১৭৬৪ – বাংলা ও বিহারে নবাবি শাসনের অবসান ঘটে; শুরু হয় ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন।
• ১৭৭৪ – কলকাতায় প্রতিষ্ঠিত হয় প্রথম সুপ্রিম কোর্ট।
• ১৭৯২ – ফ্রান্সে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়।
• ১৮৩৩ – নিউইয়র্কে বিখ্যাত মেট্রোপলিটন অপেরা হাউস উদ্বোধন করা হয়।
• ১৮৬২ – মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন ক্রীতদাস মুক্তির ঘোষণায় স্বাক্ষর করেন।
• ১৯১৮ – উত্তর-পশ্চিম ইউরোপে মিত্রবাহিনী জার্মান বাহিনীর বিরুদ্ধে আক্রমণ শুরু করে।
• ১৯৩৪ – প্রথমবারের মতো ফটোগ্রাফ রেকর্ডিং চালু হয়।
• ১৯৩৫ – হাইতিতে ভয়াবহ ঘূর্ণিঝড়ে দুই হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়।
• ১৯৭৩ – সতের দিনব্যাপী চলা চতুর্থ আরব-ইসরাইল যুদ্ধের অবসান ঘটে।
• ১৯৭৩ – ইসরাইল, মিসর ও সিরিয়া যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছায়।
• ১৯৭৩ – বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় বেনিন।
• ১৯৭৮ – তৎকালীন চীনের উপপ্রধানমন্ত্রী তেং সিয়াও পিং জাপান সফর করেন। পরদিন টোকিওতে চীন-জাপান শান্তিপূর্ণ মৈত্রী চুক্তির অনুমোদন পত্র বিনিময় অনুষ্ঠান হয়।
• ১৯৯৫ – জাতিসংঘের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বনেতাদের সবচেয়ে বড় সম্মেলন শুরু হয়।
সূত্র: উইকিপিডিয়া
আয়শা/২২ অক্টোবর ২০২৫,/বিকাল ৩:১২