ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম খারুয়ার পাড়ে ভাঙ্গনের শব্দ থেমে যাক — বদরুদ্দীন উমর : শিরদাঁড়া বাঁকা করে বাঁকা হয়নি যার কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক ভারতীয় নাগরিক, এনআইডি বাতিলে হাইকোর্টের রুল আল-আরাফাহ ইসলামী ব্যাংকে সন্ত্রাসী হামলা : এইচআর হেডসহ আহত ১৫

কক্সবাজারে পর্যটককে ছুরিকাঘাতের ঘটনায় গ্রেফতার ৫

Ayesha Siddika | আপডেট: ২০ অক্টোবর ২০২৫ - ০৯:৫৭:৫৬ পিএম

ডেস্ক নিউজ : কক্সবাজারের সাংস্কৃতিক কেন্দ্র এলাকায় এক পর্যটককে ছুরিকাঘাত করে মোবাইল ছিনিয়ে নেওয়ার ঘটনায় পাঁচ ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২০ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ইলিয়াস খান। এর আগে শনিবার (১৯ অক্টোবর) রাতে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ। 

গ্রেফতারকৃতরা হলেন, কক্সবাজার সদর উপজেলার দক্ষিণ ডিককুল এলাকার বাসিন্দা দুদু মিয়ার ছেলে মো. বাবুল (২৮), কক্সবাজার পৌরসভার চেয়ারম্যান ঘাটা এলাকার মো. সেলিমের ছেলে সাইফুল ইসলাম (২১), নতুন বাহারছড়া কানাইয়া বাজার এলাকার বাসিন্দা ফজল করিমের ছেলে মো. সোহেল (২২), কলাতলী ওয়ার্ড নং ০৪ এলাকার কালা পুতুর ছেলে মো. সিদ্দিক ওরফে কানাইয়া (৪০) এবং চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ডেইড্ডী ভুতপাড়া এলাকার সরোয়ারের ছেলে ইমরান সরোয়ার ইমন (২৫)। বর্তমানে ইমন কক্সবাজার সদর উপজেলার টেকপাড়া চৌমুহনী এলাকায় বসবাস করছিলেন।
জানা যায়, গত শনিবার (১৯ অক্টোবর) বিকেল সাড়ে পাঁচটার দিকে কক্সবাজার পৌরসভার সাংস্কৃতিক কেন্দ্র এলাকায় সিএনজি যোগে এসে সাইফুল্লাহ (২২) নামে এক পর্যটকের ওপর হামলা করে ছিনতাইকারীরা। এসময় তাকে ছুরিকাঘাত করে মোবাইল ফোন ছিনিয়ে নেয় তারা। এ ঘটনা জানাজানি হলে কক্সবাজার জেলা পুলিশের নির্দেশে রাতেই অভিযান চালায় সদর মডেল থানা পুলিশ। অভিযানে ছিনতাই চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়।
কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ইলিয়াস খান জানান, গ্রেফতারকৃতদের কাছ থেকে ১০টি ছিনতাই করা মোবাইল ফোন এবং ছিনতাই কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে শহরের বিভিন্ন পর্যটন এলাকায় ছিনতাই করে আসছিল। এ ঘটনায় কক্সবাজার সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অলক বিশ্বাস বলেন, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে কক্সবাজার জেলা পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে। পর্যটন এলাকায় যে-কোনো অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

 

 

আয়শা/২০ অক্টোবর ২০২৫,/রাত ৯:৫০

▎সর্বশেষ

ad