
মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে বিজিবি ও পুলিশের পৃথক অভিযানে অস্ত্র, গুলি ও মাদকসহ ২ জন আটক হয়েছে। বৃহস্পতিবার সকালে পৃথক স্থানে অভিযান চালিয়ে ১টি বিদেশী পিস্তুল, ১টি মাগাজিন, ১ রাউন্ড গুলি, ১টি ওয়ান শুটারগান ও ২ কেজি গাঁজাসহ মাহবুব ইসলাম (৫২) ও ফিরোজ খান (৫৬) কে আটক করা হয়।
পুলিশ ও বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃস্পতবিার (৯ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের ডাংমড়কা গ্রামের মাহাবুল ইসলামের বাড়িতে দৌলতপুর থানা পুলিশ অভিযান চালায়। এসময় ১টি ওয়ান শুটার গানসহ মাহাবুল ইসলাম কে আটক করা হয়। সে গ্রামের মৃত ইয়াদ আলীর ছেলে।
একইদিন সকাল সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া ৪৭ বিজিবি ব্যাটালিয়নের মহিষকুন্ডি বিওপির দায়িত্বপূর্ণ হাতিশালা এলাকায় বিজিবি;র টহল দল অভিযান চালিয়ে ফিরোজ খান নামে এক মাদক কারবারীকে ২ কেজি গাঁজাসহ আটক করে। ফিরোজ খান রামকৃষ্ণপুর ইউনিয়নের ভাগজোত গ্রামের মৃত ফয়েজ মাস্টারের ছেলে।
অপরদিকে বুধবার (৮অক্টোবর) রাত ৮টার দিকে, একই ব্যাটালিয়নের চল্লিশপাড়া বিওপির বিজিবি সদস্যরা আলিমডোবা এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় একটি বিদেশি পিস্তুল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করে।অস্ত্র ও মাদকসহ আটকের বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান শেখ জানান, পুলিশ ও বিজিবির পৃথক অভিযানে অস্ত্র, গুলি এবং গাঁজাসহ ২জন আটক হলে বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
আয়শা/০৯ অক্টোবর ২০২৫,/সন্ধ্যা ৭:১৫