ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম খারুয়ার পাড়ে ভাঙ্গনের শব্দ থেমে যাক — বদরুদ্দীন উমর : শিরদাঁড়া বাঁকা করে বাঁকা হয়নি যার কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক ভারতীয় নাগরিক, এনআইডি বাতিলে হাইকোর্টের রুল আল-আরাফাহ ইসলামী ব্যাংকে সন্ত্রাসী হামলা : এইচআর হেডসহ আহত ১৫

স্ত্রীকে হত্যা করে লাশ গুম, স্বামীর মৃত্যুদণ্ড

RAZ CHT | আপডেট: ০৫ অক্টোবর ২০২৫ - ০৪:২২:২৮ পিএম

অপরাদ নিউজ ডেক্সঃ  বরিশালের মুলাদীতে যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যা করে লাশ গুমের দায়ে স্বামীকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। হত্যাকাণ্ডের প্রায় ১২ বছর পর রোববার (৫ অক্টোবর) দুপুরে বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহা. রকিবুল ইসলাম এ দণ্ডাদেশ দিয়েছেন। রায় ঘোষণার সময় দণ্ডিত সোহরাব হোসেন আকন আদালতে এজলাশে উপস্থিত ছিলেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহরাব হোসেন আকন (৪৮) বরিশালের মুলাদী উপজেলার তেরচর গ্রামের মৃত লাল মিয়া আকনের ছেলে। রায় ঘোষণার পর দণ্ডিত সোহরাবকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) মোখলেচুর রহমান বাচ্চু জানান, বরিশালের মুলাদী উপজেলার তেরচর গ্রামে সোহরাব হোসেন আকন দুই লাখ টাকা যৌতুকের জন্য তার দ্বিতীয় স্ত্রী এলমা আক্তার লিমাকে নির্যাতন করত। এর ধারাবাহিকতায় ২০১৩ সালে ১ ডিসেস্বর লিমাকে গলাটিপে শ্বাসরোধে হত্যার পর লাশ গুম করে। এ ঘটনায় লিমার বোন ডলি বেগম বাদী হয়ে মুলাদী থানায় হত্যা মামলা দায়ের করেন।

পরে তদন্তকারী কর্মকর্তা মুলাদী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জুবায়ের ২০১৪ সালের ২০ মে স্বামী সোহরাব হোসেন আকনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত ১১ জনের সাক্ষ্যগ্রহণ শেষ মৃত্যুদণ্ডের রায় দেন।

অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক টি ভি/রাজ/০৫ অক্টোবর ২০২৫/বিকালঃ ০৪.১৫
▎সর্বশেষ

ad