ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম খারুয়ার পাড়ে ভাঙ্গনের শব্দ থেমে যাক — বদরুদ্দীন উমর : শিরদাঁড়া বাঁকা করে বাঁকা হয়নি যার কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক ভারতীয় নাগরিক, এনআইডি বাতিলে হাইকোর্টের রুল আল-আরাফাহ ইসলামী ব্যাংকে সন্ত্রাসী হামলা : এইচআর হেডসহ আহত ১৫

নওগাঁয় ছোট যমুনা’য় প্রতিমা বিসর্জন

Ayesha Siddika | আপডেট: ০২ অক্টোবর ২০২৫ - ০৯:০৬:০২ পিএম

সজিব হোসেন  নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় ছোট যমুনা নদীতে নৌ শোভাযাত্রার মধ্য দিয়ে এ বছর প্রতিমা বিসর্জন দেয়া হয়েছে। বৃহস্পতিবার  বিকেলে প্রতিমা বিসর্জন উৎসবে পাঁচ শতাধিক নৌকা অংশ নিতে দেখা যায়। নওগাঁ শহরের মাঝ দিয়ে বয়ে যাওয়া ছোট যমুনা নদীর বিজিবি ব্রিজ থেকে পালপাড়া ব্রিজ পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার অংশ জুড়ে দুর্গাপূজার প্রতিমা বিসর্জনের দিন এমন নৌ শোভাযাত্রার আয়োজন করা হয় প্রতি বছর।

এই শোভাযাত্রায় নওগাঁ পৌরসভা, সদর উপজেলাসহ জেলার বিভিন্ন উপজেলা ও বিভিন্ন এলাকার মণ্ডপ থেকে আসা প্রতিমাবাহী নৌকা ছাড়াও ব্যক্তিগত, পারিবারিক এবং বিভিন্ন সংগঠনের নৌকা এই শোভাযাত্রায় অংশ নিয়েছে এবার। বিকেল তিনটার পর থেকে নদীর বুকে ছুটে চলা নৌকায় ঢাকের শব্দ এবং মাইকের গানের আওয়াজে মুখরিত হয়ে উঠে তিন কিলোমিটার এলাকা। নদীর দুই পাড়ে দাঁড়িয়ে সব ধর্মের নারী-পুরুষ, শিশু, কিশোর এ দৃশ্য উপভোগ করেন।

নৌ শোভাযাত্রা শেষে সন্ধ্যায় ছোট যুমনা নদীর দহের ঘাটে প্রতিমা বিসর্জন দেয়া হয়। আর তার মধ্য দিয়েই শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা। এর আগে দুপুরের পর থেকেই নওগাঁ সদরসহ জেলার বিভিন্ন উপজেলার পূজা মণ্ডপে দেবীর পায়ে সিঁদুর ছোঁয়ার পর শুরু হয় ভক্তদের সিঁদুর খেলা। হিন্দু ধর্মাবলম্বী নারীরা একে অন্যকে রাঙিয়ে দেন সিঁদুরের লাল রঙে। চলে ছবি তোলা আর ঢাকের তালে নাচ-গান।

প্রতিমা বিসর্জন উপলক্ষে ছোট যমুনা নদীর দুই পাড়সহ শহরজুড়ে নেয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা।শান্তিপূর্ণভাবেই এ বছর শেষ হলো শারদীয় দুর্গোৎসব। এ বছর জেলার ১১টি উপজেলায় মোট ৮০১টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। পঞ্জিকা মতে, এবার দেবী দুর্গা গজে (হাতি) চড়ে মর্ত্যে আগমন করেছেন শান্তির প্রতীক। আর ফিরতি যাত্রায় দেবী দোলায় (পালকিতে) চড়ে কৈলাশে গমন করবেন, যা শুভ লক্ষণ হিসেবেই গণ্য করা হয়।

 

 

আয়শা/০২ অক্টোবর ২০২৫,/রাত ৯:০০

▎সর্বশেষ

ad