
নিউজ ডেক্সঃ শারদীয় দুর্গাপূজার টানা চার দিনের ছুটি ঘিরে রাজধানী ঢাকা ও আশপাশের এলাকা থেকে গ্রামের পথে মানুষের ঢল নেমেছে। এতে বুধবার (০১ অক্টোবর) দেশের দুই প্রধান সড়ক ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। বিশেষ করে কাঁচপুর থেকে মেঘনা টোলপ্লাজা পর্যন্ত প্রায় ১৭ কিলোমিটার এলাকায় দীর্ঘসময় ধরে যানজট দেখা দিয়েছে।
ঢাকা-সিলেট মহাসড়কেও একই পরিস্থিতি বিরাজ করছে। ভৈরব, নরসিংদী ও আড়াইহাজারের বিভিন্ন অংশে গাড়ি থেমে থেমে চলায় যাত্রীরা দুর্ভোগে পড়েছেন। কাঁচপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল কাদের জিলানী জানান, ছুটির কারণে স্বাভাবিক সময়ের তুলনায় কয়েক গুণ বেশি যানবাহন সড়কে উঠেছে। এর সঙ্গে বৈরী আবহাওয়া যুক্ত হয়ে যানজটের মাত্রা আরও বেড়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হলেও চাপে নিয়ন্ত্রণে সময় লাগছে।

বাসযাত্রী সোহেল মিয়া অভিযোগ করে বলেন, ‘সিলেট যেতে সাধারণত ছয়-সাত ঘণ্টা লাগে। কিন্তু সকাল থেকে রওনা হয়ে এখনো নরসিংদী পার হতে পারিনি।’ ট্রাকচালক সাদেক মিয়া বলেন, ‘ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এতে জ্বালানি খরচ বাড়ছে, আবার মালিকদের চাপও সামলানো যাচ্ছে না। হাইওয়ে পুলিশের দাবি, পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করতে টিমগুলো কাজ করছে। তবে গাড়ির চাপ কমতে শুরু করলে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হবে।
অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক টি ভি/রাজ/০১ অক্টোবর ২০২৫/বিকালঃ ০২.১৫