ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম খারুয়ার পাড়ে ভাঙ্গনের শব্দ থেমে যাক — বদরুদ্দীন উমর : শিরদাঁড়া বাঁকা করে বাঁকা হয়নি যার কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক ভারতীয় নাগরিক, এনআইডি বাতিলে হাইকোর্টের রুল আল-আরাফাহ ইসলামী ব্যাংকে সন্ত্রাসী হামলা : এইচআর হেডসহ আহত ১৫

ঢাকা-চট্টগ্রাম-সিলেট মহাসড়কে ১৭ কিমি যানজট

RAZ CHT | আপডেট: ০১ অক্টোবর ২০২৫ - ০২:২৪:৪১ পিএম

নিউজ ডেক্সঃ  শারদীয় দুর্গাপূজার টানা চার দিনের ছুটি ঘিরে রাজধানী ঢাকা ও আশপাশের এলাকা থেকে গ্রামের পথে মানুষের ঢল নেমেছে। এতে বুধবার (০১ অক্টোবর) দেশের দুই প্রধান সড়ক ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। বিশেষ করে কাঁচপুর থেকে মেঘনা টোলপ্লাজা পর্যন্ত প্রায় ১৭ কিলোমিটার এলাকায় দীর্ঘসময় ধরে যানজট দেখা দিয়েছে।

ঢাকা-সিলেট মহাসড়কেও একই পরিস্থিতি বিরাজ করছে। ভৈরব, নরসিংদী ও আড়াইহাজারের বিভিন্ন অংশে গাড়ি থেমে থেমে চলায় যাত্রীরা দুর্ভোগে পড়েছেন। কাঁচপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল কাদের জিলানী জানান, ছুটির কারণে স্বাভাবিক সময়ের তুলনায় কয়েক গুণ বেশি যানবাহন সড়কে উঠেছে। এর সঙ্গে বৈরী আবহাওয়া যুক্ত হয়ে যানজটের মাত্রা আরও বেড়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হলেও চাপে নিয়ন্ত্রণে সময় লাগছে।

ঢাকা-চট্টগ্রাম-সিলেট মহাসড়কে ১৭ কিমি যানজটযাত্রীরা জানান, সাধারণ দিনে সাইনবোর্ড থেকে মেঘনা টোলপ্লাজা পর্যন্ত যেতে আধা ঘণ্টার মতো সময় লাগে। কিন্তু আজ একই দূরত্ব অতিক্রম করতে তিন থেকে চার ঘণ্টা লেগে যাচ্ছে। যাত্রী সুকুমারী ভট্টাচার্য বলেন, ‘প্রতি বছর পূজার ছুটিতে গ্রামে যাই। তবে এবার যানজট এত ভয়াবহ হয়েছে যে, কখন বাড়ি পৌঁছাতে পারব তা নিয়ে দুশ্চিন্তায় আছি।

বাসযাত্রী সোহেল মিয়া অভিযোগ করে বলেন, ‘সিলেট যেতে সাধারণত ছয়-সাত ঘণ্টা লাগে। কিন্তু সকাল থেকে রওনা হয়ে এখনো নরসিংদী পার হতে পারিনি।’ ট্রাকচালক সাদেক মিয়া বলেন, ‘ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এতে জ্বালানি খরচ বাড়ছে, আবার মালিকদের চাপও সামলানো যাচ্ছে না। হাইওয়ে পুলিশের দাবি, পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করতে টিমগুলো কাজ করছে। তবে গাড়ির চাপ কমতে শুরু করলে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হবে।

 

অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক টি ভি/রাজ/০১ অক্টোবর ২০২৫/বিকালঃ ০২.১৫

▎সর্বশেষ

ad